নয়াদিল্লি: ছিলেন ব্রিটেনের হাসপাতালে। করোনা লকডাউনের মধ্যেই তাঁকে কেরলের কোঝিকোড়ের হাসপাতালে পৌঁছে দিলেন হোয়াটসঅ্যাপ গ্রুপের বন্ধুরা। দিল্লির এই হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন এক প্রাক্তন বিচারপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লির কয়েকটি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় ব্যবস্থা করেছেন তাঁরা।
কোঝিকোড়ের হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। বছর ছত্রিশের যুবক থাকতেন ব্রিটেনে, চাকরি করতেন ইউএসটি গ্লোবাল সংস্থায়। কিছুদিন ধরে তিনি অত্যন্ত অসুস্থ, ভর্তি করতে হয় হাসপাতালে। তাঁর স্ত্রী চাইছিলেন স্বামী ও ছোট্ট সন্তানকে নিয়ে এই দুর্যোগে দেশে ফিরে আসতে। তাঁরা যোগাযোগ করেন ডিসট্রেস ম্যানেজমেন্ট কালেকটিভ নামে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে, গ্রুপটি ৫০ দিন আগে তৈরি হয়েছে। অ্যাডমিন হলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কুরিয়েন জোসেফ। মূলত কেরলের বাসিন্দারাই এই গ্রুপে রয়েছেন।
গ্রুপের আর এক সদস্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কে জে আলফোন্স বলেছেন, ২ দিনের মধ্যে ওই পরিবারকে বাড়ি ফেরানোর সব ব্যবস্থা করে ফেলেন তাঁরা। টম আদিত্য নামে ব্রিটেনের এক মেয়রের সঙ্গে যোগাযোগ করেন, দিল্লির কেন্দ্রীয় কয়েকটি দফতরের ছাড়পত্র নিতে হয়। রাজি হয় কেরল সরকারও। ঠিক ছিল আজ ওই পরিবার দেশে ফিরবে। বদলে একদিন আগেই, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ যুবক, তাঁর স্ত্রী ও সন্তানকে কেরল ফিরিয়ে আনা হয়।
ব্রিটেন থেকে ভারত পর্য়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া ১ কোটি টাকা জোগাড় হয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। ওই যুবক এখন কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তথ্যপ্রযুক্তিবিদকে ব্রিটেন থেকে আকাশপথে কেরল ফিরিয়ে আনল হোয়াটসঅ্যাপ গ্রুপ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 01:40 PM (IST)
ব্রিটেন থেকে ভারত পর্য়ন্ত এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া ১ কোটি টাকা জোগাড় হয়েছে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। ওই যুবক এখন কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -