করোনার লক্ষণ থাকা সত্ত্বেও, বিদেশ থেকে ফিরে একাধিক পার্টিতে ঘোরেন কণিকা। তারপর যখন তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে, তখন ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি রোগের বিভিন্ন লক্ষণ তাঁর শরীরে কীভাবে দেখা গিয়েছিল তা নিয়ে লম্বা পোস্ট করেন। সেই সঙ্গে তাঁর ৩ সন্তানের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ করে লেখেন, শীঘ্রই তিনি করোনামুক্ত হবেন, আশা রাখেন।
কিন্তু ছাড়া পেলেও এখনই স্বস্তি পাবেন না গায়িকা। তাঁর মাথার উপর ঝুলছে তিন-তিনখানা এফআইআর। করোনা নিয়ে তিনি বিভিন্ন জমায়েতে অংশ নেন। কর্তৃপক্ষের নির্দেশ সত্ত্বেও বিদেশ থেকে ফিরে তিনি নিজেকে গৃহবন্দ রাখেননি। তাই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৬৯, ২৭০ ধারায় মামলা রুজু হয়েছে।
গত ৯ মার্চ লন্ডন থেকে মুম্বইতে ফিরেছিলেন কণিকা। এর দুই দিন পর লখনউ-তে এসে বেশ কয়েকটি পার্টিতে যোগ দেন তিনি।