নয়াদিল্লি: না, কণিকা কপূরের পুরোপুরি সঙ্কটমুক্ত হওয়ার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। আগের চারবার তাঁর করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষার রিপোর্ট পজিটিভ হয়েছে। পঞ্চমবারও একই ফল এল। অর্থাত্ করোনার জীবাণু ছাড়ছে না বলিউড গায়িকাকে।
গতকাল তিনি আবেগঘন পোস্ট করে আশা প্রকাশ করেছিলেন, এবার হয়তো কোভিড-১৯ নমুনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসবে। কিন্তু এবারও তাঁকে নিরাশই হতে হচ্ছে। প্রতি ৪৮ ঘন্টা অন্তর তাঁর টেস্ট চলছে।
কণিকার বিরুদ্ধে বিদেশ থেকে দেশে ফিরে করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা যাওয়ায় কোয়ারেন্টিনে থাকার পরামর্শ সত্ত্বেও তা উড়িয়ে অনুষ্ঠান করা, ভক্ত-অনুরাগীদের সঙ্গে স্বাভাবিক ভাবে মেলামেশার অভিযোগ ওঠে। এ নিয়ে প্রবল শোরগোলও হয়।
সোমবার তিনি জানান, এখন আইসিইউতে নেই। তবে সন্তান, পরিবারকে কাছে পাওয়ার জন্য মন উতলা হয়ে ওঠার ইঙ্গিত ছিল বেদনামাখা পোস্টে। তিনি উদ্ধৃতি দেন, জীবন আমাদের শিক্ষা দিয়ে যায়, কী করে সময়ের সদ্ব্যবহার করতে হয়। আর সময় শেখায় জীবনের কী মূল্য। ক্যাপশনে লেখেন, শুতে যাচ্ছি। সবাইকে ভালবাসা ভরা উষ্ণতা। আপনারা আমার জন্য উদ্বিগ্ন,তাই ধন্যবাদ। আমি আইসিইউতে নেই। সবাই নিরাপদে থাকুন। আমি ভাল আছি। আশা করছি, পরের টেস্ট নিগেটিভ হবে। বাচ্চাদের, পরিবারের কাছে ফেরার অপেক্ষায় আছি। ওদের মিস করছি।
কণিকা বর্তমানে লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে আছেন। সেখানকার ডিরেক্টর প্রফেসর আর কে ধিমান জানাচ্ছেন, গায়িকার অবস্থা স্থিতিশীল, ভয়ের কিছু নেই।