লখনউ: বলিউডের গায়িকা কণিকা কপূরের তৃতীয় পরীক্ষাতেও তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেল। ফলে আপাতত হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না এই গায়িকা। তাঁকে চিকিৎসকদের অধীনেই থাকতে হচ্ছে। সুস্থ হওয়ার পর তবেই তিনি ছাড়া পাবেন।


কণিকা এখন লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন। এই হাসপাতালের ডিরেক্টর আর কে ধীমান জানিয়েছেন, রবিবার কণিকার দ্বিতীয় পরীক্ষা হয়। সেই পরীক্ষাতেও করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যায়। এরপর মঙ্গলবার রাতে তৃতীয় পরীক্ষার রিপোর্ট আসে। সেটিও এই গায়িকার পক্ষে সন্তোষজনক নয়। তাঁর দু’টি পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাস নেই বলে যখন জানা যাবে, তখনই তাঁকে ছেড়ে দেওয়া হবে।

অন্যদিকে, কণিকার সঙ্গে দু’দিন একটি হোটেলে থাকার পর গা ঢাকা দিয়েছিলেন তাঁর বন্ধু ওজাস দেশাই। তবে তাঁর শারীরিক পরীক্ষায় করোনা ভাইরাসের প্রমাণ মেলেনি। তিনি এক বিবৃতিতে দাবি করেছেন, মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। সেই পরীক্ষায় সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় সেই পরীক্ষার রিপোর্টও আপলোড করেন ওজাস।

কণিকার সঙ্গে একটি পার্টিতে যোগ দেওয়া বাকিদেরও শারীরিক পরীক্ষায় করোনা ভাইরাসের প্রমাণ পাওয়া যায়নি। উত্তরপ্রদেশের সরকারি আধিকারিক বিকাশেন্দু অগ্রবাল জানিয়েছেন, ‘আমরা সারা ভারতে ২৬৬ জনের সঙ্গে যোগাযোগ করেছি। এর মধ্যে ২৪ ঘণ্টায় ১০৬ জনকে খুঁজে বের করেছি। যে ব্যক্তিদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তাঁদের মধ্যে কয়েকজন রাজনীতিবিদও আছেন। তাঁরা কণিকার সংস্পর্শে এসেছিলেন। আমরা ৬০টিরও বেশি নমুনা পরীক্ষা করেছি। সব রিপোর্টই নেগেটিভ। কণিকা যে চারটি পার্টিতে হাজির হন, তার সবকটিরই আয়োজকদের সঙ্গে কথা বলেছি আমরা। তিনি যে দোকান ও সেলুনে গিয়েছিলেন সেখানেও আমরা গিয়েছি। আর কারও পরীক্ষা করার দরকার নেই বলেই মনে হচ্ছে।’