বেঙ্গালুরু: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে মাদক কারবারের যোগসাজস নিয়ে যখন জোর চর্চা চলছে, সিবিআই বিষয়টি খতিয়ে দেখছে, তখন কর্নাটক চলচ্চিত্র দুনিয়ায় মাদকের রমরমা নিয়ে মামলায় গ্রেফতার করা হল কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদীকে। শুক্রবার সকালে তাঁর বেঙ্গালুরুর বাসভবনে মাদকের খোঁজে তল্লাসি চালায় সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি)। পরে জিজ্ঞাসাবাদের পর তাদের হাতে গ্রেফতার হন রাগিনী।
বুধবার তাঁকে নোটিস দিয়ে পরদিন সিসিবি-র সামনে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু রাগিনী তার পরিবর্তে সোমবার পর্যন্ত সময় চেয়ে আইনজীবীদের পাঠান। তাঁকে শুক্রবার আসতে বলা হয় সিসিবি-তে।
রাগিনী ‘স্যান্ডালউড’ বলে পরিচিত কন্নড় সিনেমায় পা রাখেন ২০০৯ সালে ‘বীরা মাদাকারি’ ছবি দিয়ে, জনপ্রিয়তা পান ‘কেম্পে গৌড়া’, ‘রাগিনী আইপিএস’ ও ‘শিবা’ প্রভৃতি ছবিতে অভিনয়ের মাধ্যমে।
নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কন্নড় সিনেমার অভিনেতা, গায়কদের মাদক সরবরাহের অভিযোগে তিনজনকে গ্রেফতার করার পরই বেঙ্গালুরুতে মাদক কারবারের ব্যাপারে জোর তদন্ত শুরু করে সিসিবি।