৬০-এর দশকে কন্নড় সিনেমায় প্রবেশ দক্ষিণ কন্নড় জেলায় জন্ম হওয়া কিশোরীর। দীর্ঘ ৫ বছরের কেরিয়ারে বিভিন্ন ভাষায় ৭৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বাকি ভারত তাঁকে চিনেছে মূলত ২০০৪ -এ পরিচালক আশুতোষ গোয়াড়িকরের ছবি স্বদেশ-এ শাহরুখ অভিনীত চরিত্র মোহন ভার্গবের কাছে মাতৃসম কাবেরী আম্মার ভূমিকায় দেখে। রানি মুখার্জির ‘আইয়া’, দীপিকা পাড়ুকোনের ‘লাফাঙ্গে পরিন্দে’ ছবিতেও ছিলেন তিনি। দক্ষিণের ভরতনাট্যম নৃত্যশিল্পী এন শ্রীপতি বল্লালের সঙ্গে বিয়ে হয় তাঁর।
কিশোরীর মৃত্যুতে ট্যুইটারে গভীর শোক জানিয়ে গোয়াড়িকর লিখেছেন, হৃদয়বিদারক সংবাদ। কিশোরী বল্লারিজি, কিশোরীজির চিরবিদায়ে গভীর বেদনা অনুভব করছি। উদার,দয়াময়, উষ্ণ, আন্তরিক ব্য়ক্তিত্বের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন আপনি। আর আপনার স্বদেশ ছবিতে কাবেরীআম্মার ভূমিকায় অভিনয় কোনওদিন ভোলা যাবে না। আপনার অভাব নিশ্চিত ভাবেই অনুভব করব।
আরও বহু মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত অভিনেত্রীকে।