বেঙ্গালুরু: জিম প্রশিক্ষককে হেনস্থার অভিযোগে গ্রেফতার কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দুনিয়া বিজয়। শুধু ওই অভিনেতা, তাঁর তিন বন্ধুকেও জিম প্রশিক্ষককে হেনস্থার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সেখানকার এক মেট্রোপলিটন আদালত অভিনেতা সহ তাঁর তিন বন্ধুকে ১৪ দিন অর্থাত আগামী ৬ অক্টোবর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।
তবে বিজয় এই প্রথম নয়, এরআগে অন্য এক মামলায় গত ৮ জুন গ্রেফতার করা হয়। তিনি এখন জামিনে মুক্ত ছিলেন। সেই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল পুলিশকে ২০১৬ সালে দুজন স্টান্ট অভিনেতার রহস্যমৃত্যুর তদন্তে বাধা দেওয়া চেষ্টা।