মুম্বই: কপিল শর্মা প্রেমীদের পক্ষে দুঃসংবাদ। কপিলের সুপারহিট প্রোগ্রাম দ্য কপিল শর্মা শো সংশ্লিষ্ট চ্যানেলটি বন্ধ করে দিচ্ছে। কপিলের দাবি, তিনি অসুস্থ, তাই আপাতত বন্ধ থাকছে এই অনুষ্ঠান।
কপিল বলেছেন, অসুস্থতার কারণে কয়েকটা এপিসোড বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তিনি। সিগগিরই তাঁর সিনেমা মুক্তি পাবে তাই এই সময়ে স্বাস্থ্যকে অবহেলা করতে পারেন না। তবে শিগগিরই পুরোদমে তিনি ছোটপর্দায় ফিরবেন।
চ্যানেল জানিয়েছে, কিছুদিন ধরে কপিল অসুস্থ। তাই তাঁর অনুষ্ঠান আপাতত বন্ধ রাখছে তারা। তবে তিনি সেরে উঠলে আবার শুরু হবে শ্যুটিং।
রাত ৮টার সময় দ্য কপিল শর্মা শো-এর পুরনো এপিসোডগুলিই দেখানো হবে চ্যানেলে। ৯টায় চলবে কপিলের প্রতিদ্বন্দ্বী কমেডিয়ান কৃষ্ণ অভিষেকের ড্রামা কোম্পানি।
আপাতত বন্ধ হচ্ছে দ্য কপিল শর্মা শো, জানাল সংশ্লিষ্ট চ্যানেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Sep 2017 12:51 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -