শো বন্ধ, এবার ভাঙল কপিল শর্মার তাঁর দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে সম্পর্কও!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2017 05:04 PM (IST)
মুম্বই: ছোটপর্দায় কপিল শর্মার হিট শো কমেডি নাইটস উইথ কপিল একসময় জনপ্রিয়তার বিচার সেই সময় অন্য চ্যানেলে সম্প্রচারিত বহু অনুষ্ঠানকেই পিছনে ফেলে দিয়েছিল। বলিউডের সমস্ত তারকাই একসময় আসতেন তাঁর শোয়ে নিজেদের ছবির প্রচারের জন্যে। কিন্তু নানা সমস্যার কারণে সম্প্রতিই বন্ধ হয়ে গেছে কপিল শর্মার হিট শোটি। এবার ভাঙনের খবর তাঁর ব্যক্তি জীবনেও। সূত্রের খবর, কপিলের তাঁর দীর্ঘদিনের বান্ধবী গিন্নি চতরাথের সঙ্গেও সম্পর্ক ভেঙে গিয়েছে। এমনকি এবছরের শেষে যে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল, সেটাও বাতিল হয়ে গিয়েছে। তবে এই সবকিছুর জন্যেই নাকি দায়ি কপিলের শোয়ের টিমের এক মহিলা সদস্য। যদিও তাঁর নাম কেউই বলতে চাননি। জানা গিয়েছে, টিমের ওই মহিলা সদস্য সবসময়ই কপিলের বিরুদ্ধে কাজ করেছেন। কিন্তু কপিলের তাঁর প্রতি দুর্বলতার জন্যে তিনি কখনওই ওই মহিলা সম্পর্কে একটা কথাও শুনতে চাননি। এবার সেই মহিলাই কপিলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ভাঙন ধরালো।