মুম্বই: হাসির রাজা চলে গিয়েছেন অনুরাগীদের কাঁদিয়ে। বুধবার ২১ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। গত ১০ অগাস্ট হার্ট অ্যাটাক হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মাঝে কিছুটা সুস্থ হয়ে উঠলেও শেষ রক্ষা হল না। ফের একবার হৃদরোগে আক্রান্ত হন। এবং সেই ধাক্কা আর সামলাতে পারলেন না। বুধবার সকালে প্রয়াত হন রাজু (Raju Srivastava Passes Away)। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। তাঁর অসংখ্য অনুরাগীর মন খারাপ। শুধু অনুরাগীদের মনই খারাপ নয়, তাঁর সঙ্গে কাজ করা প্রত্যেকে শোকাহত। এদিন আর এক জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma) রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকবার্তা দিয়েছেন।


রাজু শ্রীবাস্তবের প্রয়াণে কী লিখলেন কপিল শর্মা?


নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কৌতুক অভিনেতা কপিল শর্মা একটি ছবি পোস্ট করেছেন রাজু শ্রীবাস্তবের সঙ্গে। ছবিতে দুজনকেই হাসি মুখে দেখা যাচ্ছে। রাজু শ্রীবাস্তবের সঙ্গে ছবি পোস্ট করে কপিল শর্মা লিখেছেন, 'প্রথমবার রাজু ভাই তুমি আমার চোখে জল এনে দিলে। আমাদের ফের একবার দেখা হবে, এমনটাই আশা করেছিলাম। প্রার্থনা করি ঈশ্বর তাঁর পায়ে তোমায় জায়গা দিন। তোমাকে খুব মিস করব। গুড বাই। ওম শান্তি।'


আরও পড়ুন - Gauri Khan: ছেলে আরিয়ানের গ্রেফতারি প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন শাহরুখ পত্নী গৌরী


প্রসঙ্গত, ৪০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর তাঁর আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হল না। পরলোকগমন করলেন রাজু শ্রীবাস্তব। কৌতুক অভিনেতার ভাইপো কুশল জানালেন শেষে কী হয়েছিল। সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে রাজু শ্রীবাস্তবের ভাইপো কুশল বলছেন, 'তিনি (রাজু শ্রীবাস্তব) মারা গিয়েছেন দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হয়ে। গত ৪০ দিন ধরে অনেক লড়াই লড়ছিলেন তিনি। গতকাল পর্যন্ত আমরা আশা করেছিলাম যে উনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু...' প্রথমবার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন রাজু। আর দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তিনি আর ধকল সামলাতে পারলেন না। রাজু শ্রীবাস্তবের ভাই দীপু শ্রীবাস্তব বলেন, 'আজ সকালে আমি দুঃসংবাদটা পাই যে ও (রাজু শ্রীবাস্তব) আর নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর। ৪০ দিনেরও বেশি সময় ধরে ও জীবনের সঙ্গে অনেক লড়াই করেছে।' সদ্য প্রয়াত রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা বলেন, 'আমি কথা বলার মতো অবস্থায় নেই। এখন কোনও কথা বলে কী আর হবে? ও খুব কঠিন লড়াই করেছে। আমি সত্যিই আশা করছিলাম আর প্রার্থনা করছিলাম যেন ও ফিরে আসে। কিন্তু তা তো হয়নি। আমি শুধু এটাই বলতে পারি ও সত্যিকারের যোদ্ধা।'