মুম্বই: গত বছর শেষের দিকে মাদক কাণ্ডে গ্রেফতার হন শাহরুখ পুত্র আরিয়ান খান। প্রমোদতরী কর্ডেলিয়া থেকে তাঁকে আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাঁকে গ্রেফতার করে। আরিয়ান খানের গ্রেফতারির পর জামিনের জন্য চলে দীর্ঘ আইনি জটিলতা। সমস্ত আইনি সমস্যা কাটিয়ে প্রায় এক মাস জেলে থাকার পর জামিন পান আরিয়ান। পরবর্তীকালে মাদক কাণ্ডে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল আরিয়ানকে ক্লিনচিট দেয়। ছেলের গ্রেফতার থেকে জামিন কিংবা পরবর্তীকালে ক্লিনচিট পাওয়া পর্যন্ত কোনও প্রসঙ্গেই মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খান কিংবা গৌরী খানকে। অবশেষে সেই প্রসঙ্গে কথা বললেন গৌরী। 'কফি উইথ করণ'-এ এসে নিজেদের সেই সময়ের পরিস্থিতি এবং অভিজ্ঞতার কথা জানালেন।


কেমন ছিল সেই পরিস্থিতি? আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে অকপট গৌরী খান-


কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর সাম্প্রতিক এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত থাকতে দেখা যায় গৌরী খান, মাহিপ কপূর এবং ভাবনা পাণ্ডেকে। সেখানেই আরিয়ান খানের গ্রেফতারির প্রসঙ্গে মুখ খোলেন গৌরী। সঞ্চালক কর্ণ জোহর গৌরীকে বলেন, 'ওটা খুবই কঠিন সময় ছিল ওর (শাহরুখ খান) জন্য। শুধু পেশাদার ক্ষেত্রেই নয়, তার সঙ্গে ব্যক্তিগত ক্ষেত্রেও। তোমরা সমস্ত পরিস্থিতিটা খুব শক্তির সঙ্গে যুদ্ধ করেছো। পারিবারিক দিক থেকে আমি জানি ওই পরিস্থিতি কতটা কঠিন ছিল। মা হিসেবে তুমি আর তিনি বাবা হিসেবে কেমন তা আমি জানি। আর আমরা তো একেবারেই পরিবারের মতো। তোমার সন্তানদের আমি গডপ্যারেন্ট। নিজেকে এমনটাই মনে করি আমি। জানি কোনও কিছুই সহজ ছিল না। কিন্তু বলতে বাধ্য হচ্ছি গৌরী তুমি বা তোমরা অত্যন্ত শক্তিশালী ছিলে সেই সময়ে।'


আরও পড়ুন - Raju Srivastava Demise: রাজু শ্রীবাস্তবের প্রয়াণে শোকাহত কপিল শর্মা


কর্ণর উত্তরে গৌরী বলেন, 'পরিবার হিসেবে আমাদের সেই সময় নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। বলতে পারি, সেই পরিস্থিতির থেকে খারাপ আর কিছু হতে পারে না। অবশ্যই মা হিসেবে এবং অভিভাবক হিসেবে আমাদের অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে। তবে, আজ আমরা পরিবার হয়ে এক হয়ে দাঁড়িয়ে আছি।' প্রসঙ্গত, প্রায় একমাস জেলে কাটাতে হয় আরিয়ান খানকে। জামিনের জন্য চলে দীর্ঘ টালবাহানা। একমাস পর জামিন পান তিনি।