মুম্বই: বলিউডে কয়েক দশক কাটিয়ে ফেললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রথম সারির অভিনেত্রী থেকে নবাগতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। তাঁর বিপরীতে অভিনেত্রী হিসেবে যেমন দেখা গিয়েছে মাধুরী দীক্ষিত থেকে রবিনা ট্যান্ডনকে। আবার বর্তমানে তিনি জুটি বাঁধছেন কিয়ারা আডবাণী থেকে সারা আলি খানের সঙ্গে। খুব শীঘ্রই মুক্তি পাবে অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি 'পৃথ্বীরাজ' (Prithviraj)। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারকে। এই ছবি দিয়েই তিনি বলিউডে পা রাখছেন। আর কমবয়সী নায়িকাদের সঙ্গে পর্দায় অক্ষয় কুমারের রোম্যান্স প্রসঙ্গে তাঁকে একহাত নিলেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)।
অক্ষয় কুমারকে একহাত কপিল শর্মার-
সম্প্রতি আগামী ছবি 'পৃথ্বীরাজ'-এর প্রচারের জন্য কপিল শর্মার শোতে এসেছিলেন অক্ষয় কুমার। শো-এর কিছু অংশ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে ট্রোল করছেন কপিল শর্মা। সম্প্রতি যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে কপিল শর্মাকে বলছেন, যখন তিনি স্কুলে পড়তেন, তখন অক্ষয় কুমার মাধুরী দীক্ষিত, আয়েশা জুলকাদের সঙ্গে পর্দায় রোম্যান্স করতেন। যখন তিনি কলেজে পড়তেন, তখন বলিউডের 'খিলাড়ি'বিপাশা বসু, ক্যাটরিনা কাইফদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতেন। আর এখন তাঁকে রোম্যান্স করতে দেখা যায় কৃতী শ্যানন, কিয়ারা আডবাণী এবং বর্তমানে মানুষী চিল্লারের সঙ্গে। কপিল শর্মা বলেন, 'আমরা জন্মেছি যেন শুধু ওঁর (অক্ষয় কুমার) নায়িকাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য।'
আরও পড়ুন - Jug Jugg Jeeyo Trailer: বিয়ে-বিবাহবিচ্ছেদের মাঝে রোলার-কোস্টার সম্পর্ক, প্রকাশ্যে 'যুগ যুগ জিও' ট্রেলার
প্রসঙ্গত, অক্ষয় কুমার এবং মানুষী চিল্লারের আগামী ছবি 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে শীঘ্রই। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারকে পৃথ্বীরাজের প্রেমিকা রাজকুমারী সংযুক্তার চরিত্রে দেখা যাবে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। নতুন মুক্তির তারিখ অনুযায়ী প্রেক্ষাগৃহে এটি ৩ জুন থেকে দেখা যাবে।