মুম্বই: করোনার (Coronavirus) সংক্রমণের হার ফের বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে চোখ রাঙাচ্ছে ওমিক্রন (Omicron)। ফের যদি করোনার (Covid19) সংক্রমণ মাত্রা ছাড়াতে শুরু করে, তাহলে ফের মানুষের মৃত্যুর ঢল নামবে। করোনার মাত্রা বাড়তে শুরু করতেই তাই দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল এবং মাল্টিপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফের প্রশ্নের মুখে ছবির ব্যবসা। বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর (Karan Johar) সম্প্রতি দিল্লির সরকারের কাছে আবেদন জানালেন সঠিক কোভিড বিধি মেনে সিনেমাহল খোলা রাখার।


এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ছবি নির্মাতা কর্ণ জোহর লেখেন, 'আমরা দিল্লির সরকারের কাছে আবেদন জানিয়েছি সিনেমাহল খোলা রাখার জন্য। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য যাবতীয় সুরক্ষা বিধি মেনে সিনেমাহল খোলা রাখা যেতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রেখে দর্শকরা সিনেমাহলে আসতে পারেন।' ছবি নির্মাতা কর্ণ জোহর তাঁর এই টুইট ট্যাগ করেন দিল্লির বিপর্যয় মোকাবিলা মন্ত্রক, অরবিন্দ কেজরিওয়ালকে।



আরও পড়ুন - Sushmita Sen Update: রহমান শলের সঙ্গে ব্রেক-আপের পর বিস্ফোরক সুস্মিতা সেন


প্রসঙ্গত, করোনার সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করতেই দিল্লির সরকার নির্দেশ জারি করে যে, যত দ্রুত সম্ভব স্কুল, কলেজ, জিম, সিনেমাহল বন্ধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। দিল্লির সরকারের এমন সিদ্ধান্তের পরই প্রশ্নের মুখে দাঁড়িয়ে বলিউডের বহু ছবি। ইতিমধ্যেই শাহিদ কপূরের 'জার্সি' ছবিটির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। শুধু 'জার্সি'ই নয়, বলিউডের বেশ কিছু বিগ বাজেট ছবির সামনেই মুক্তির দিন। সেই সমস্ত বিগ বাজেট ছবির মুক্তি এখন কার্যত প্রশ্ন চিহ্নের সামনে। কবে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে, তা জানা না গেলে সেই সমস্ত ছবি মুক্তির ক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে। আর দিল্লির সরকারের হলুদ সতর্কতা জারির পরই টুইট করেন কর্ণ জোহর।


উল্লেখ্য, সম্প্রতি অল্প কিছুদিনের মধ্যেই বলিউডের বেশ কিছু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। কমল হাসান থেকে করিনা কপূর খান। সম্প্রতি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন কপূর। এছাড়াও সদ্যই জানা গিয়েছে নোরা ফতেহি এবং বোমান ইরানির ছেলে কায়োজিরও করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।