সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর পর বলিউডের বেশ কয়েক জন রথী-মহারথীর গায়ে স্বজনপোষণের কালির দাগ লেগেছে। সেই তালিকার প্রধান ব্যক্তি কর্ণ। বলিউডে সুশান্তকে তেমনভাবে স্বীকৃতি না-দেওয়ার জন্য অনেকেই আঙুল তুলেছেন কর্ণের দিকে। আজ ইনস্টাগ্রামে সুশান্তের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন কর্ণ। প্রয়াত অভিনেতার উদ্দেশে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালিক লিখেছেন, ‘গত এক বছর তোমার সঙ্গে যোগাযোগ না-থাকার জন্য আমি নিজেকেই দোষ দিয়ে থাকি…এখন আমার মনে হয়, তোমার মতো মানুষগুলির প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা শেয়ার করা উচিত… কিন্তু আমি তা করিনি… ভবিষ্যতে এমন ভুল আর হবে না। আমরা খুবই উদ্যমী এবং কোলাহলপূর্ণ জীবন কাটাই… কিন্তু বাস্তবে আমরা খুবই একা… আমরা কেউ কেউ নীরবে এর মধ্যে ডুবে যাই… আমাদের শুধু সম্পর্কে গড়লেই হবে না, তাকে নিবিড় ভাবে রক্ষাও করতে হবে…. সুশান্তের এই দুর্ভাগ্যজনক বিদায় আমার কাছে একটা শিক্ষা…তোমার ছড়িয়ে পড়া হাসি ও নিবিড় আলিঙ্গনকে মিস করব।’
নেটিজেনদের একাংশের মতে, ‘কাই পো চে’, ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ এবং ‘ছিছোড়ে’র মতো ছবি করা সত্ত্বেও বলিউডে সুশান্ত স্বীকৃতি পাননি। স্বজনপোষণকারীরা তাঁকে ধর্তব্যের মধ্যেই আনতে চাননি। সেই হতাশা থেকেই এমন চরম পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন সুশান্ত, যা কার্যত খুনই।
দু’মাস পরে স্বাধীনতা দিবসে সোশ্যাল মিডিয়ায় ফিরে জাতীয় পতাকার একটি ছবিও পোস্ট করেছেন কর্ণ।