কলকাতা: দীর্ঘদিন থেকেই শোনা যাচ্ছিল, ধর্ম প্রযোজনা সংস্থার কিছু অংশ নাকি বিক্রি হতে চলেছে। সেই জল্পনায় সিলমোহর দিয়ে, কর্ণের প্রযোজনা সংস্থার ৫০ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন, ‘সেরাম ইনস্টিটিউট’-কর্ণধার আদার পুনাওয়ালা। একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়েছে। তবে ধর্ম প্রযোজনা সংস্থার এইভাবে শেয়ার বেচা নিয়ে নানা জায়গায় শোনা যাচ্ছে নানা কথা। অনেকের মতে, ধর্ম-র একের পর এক সিনেমা ফ্লপ করছে এবং কোম্পানির আর্থিক পরিস্থিতি খুব খারাপ বলেই এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে। তবে এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করলেন কর্ণ। কী লিখলেন তিনি?
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কর্ণ লিখেছেন, 'প্রতিযোগিতা হয় এক্কেবারে নিচের দিকে। যারা একেবারে উপরের দিকে মানুষ, তাঁরা তো একে অপরের সঙ্গে হাত মেলান।' এই পোস্ট দেখে অনেকেই মনে করছেন, যাঁরা বলছিলেন কোম্পানির পরিস্থিতি খারাপ বলেই শেয়ার বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন কর্ণ, তাঁদেরই জবাব দিয়েছেন পরিচালক প্রযোজক। তবে এই পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি। সেই জন্যই অনেকে এই পোস্টকে গায়ে মাখতে নারাজ।
তবে সদ্য নেওয়া একটি পদক্ষেপে প্রযোজনা সংস্থার আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছিল অনেকের মনেই। সদ্য ধর্ম প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়, তাঁরা সমস্ত ছবির স্পেশাল স্ক্রিনিং বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ, ধর্ম প্রযোজনা সংস্থার কোনও ছবিরই তারকাখচিত প্রিমিয়ার আর হবে না। এর কারণ অনুযায়ী অবশ্য বিবৃতিতে বলা হয়েছিল, হলে দর্শক টানতেই এই সিদ্ধান্ত। তবে অনেকেই মনে করেছিলেন, ধর্ম প্রযোজনা সংস্থা তারকাখচিত প্রিমিয়ারের খরচ টানতে পারছে না বলেই এই সিদ্ধান্ত। অন্যদিকে এই সিদ্ধান্ত নেওয়ার পরে পরেই ‘সেরাম ইনস্টিটিউট’-কর্ণধার আদার পুনাওয়ালা এই সংস্থার ৫০ শতাংশ শেয়ার কেনেন ও সেই খবর প্রকাশ্যে আসে। এও শোনা গিয়েছে, এর জন্য সংস্থা ১ হাজার কোটি টাকা খরচ করেছেন আদার পুনাওয়ালা।
আরও পড়ুন: Sonam Kapoor: লাল মাটি আর মূলতানি মাটি নিয়ে তৈরি পোশাক! চমকে দিলেন সোনম
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।