শ্রীনগর: জম্মু কাশ্মীরের অনন্তনাগে ফের জঙ্গি হানা। অনন্তনাগের বীজবেহারা এলাকায় বাইকে চড়ে এসে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালিয়েছে কয়েকজন জঙ্গি। এতে এক সিআরপি কনস্টেবল ও এক শিশুর মৃত্যু হয়েছে।

বেলা ১২টা নাগাদ একটি বাইকে করে এসে সিআরপি-র জি৯০ ব্যাটেলিয়নের ওপর গুলি চালাতে শুরু করে একদল অজ্ঞাতপরিচয় জঙ্গি। এক কনস্টেবল এতে আহত হন, কিছুক্ষণের মধ্যে তাঁর মৃত্যু হয়। বছর ছয়েকের একটি শিশুর গায়েও গুলি লাগে, মারা গিয়েছে সে।


গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। এখনও তুমুল গুলির লড়াই চলছে।

অবন্তীপোরার উলারেও চলছে জঙ্গি-নিরাপত্তা বাহিনী গুলির লড়াই। এখনও পর্যন্ত ৩ জঙ্গি খতম হয়েছে বলে খবর। ঘটনাস্থল থেকে ২টি একে রাইফেল উদ্ধার হয়েছে। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বাহিনী গত রাতে উলারের চেবা এলাকা ঘিরে ফেলে। তল্লাশির সময় জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে সংঘর্ষ শুরু হয়।