মুম্বই: বলিউডে (Bollywood) দীর্ঘদিন ধরে কাজ করছেন কর্ণ জোহর (Karan Johar)। তাঁকে বি টাউনে অভিনেতা থেকে পরিচালক, প্রযোজক ও আরও নানা ভূমিকায় দেখা গিয়েছে। 'স্বজনপোষণ' বিতর্কে বারবার বিদ্ধ হয়েছেন তিনি। আর সেই বলিউডেরই ছবি তৈরি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন কর্ণ। কেন বি টাউনে বেশি 'অরিজিনাল কনটেন্ট' তৈরি হয় না, সে প্রসঙ্গে নিজের মতামত জানালেন।


বলিউডের 'অরিজিনাল কনটেন্ট' তৈরি প্রসঙ্গে কর্ণ-


দেশের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম এবং মরাঠিতে একাধিক 'অরিজিনাল কনটেন্ট' তৈরি হচ্ছে। সেখানে বলিউডে এই ধরনের ছবি তৈরির সংখ্যা খুবই কম। হয় সেগুলি ওই সকল ইন্ডাস্ট্রির ছবির রিমেক। অথবা কোনও ইংরেজি ছবি থেকে অনুপ্রাণিত। কেন বলিউডেও 'অরিজিনাল কনটেন্ট' তৈরি হচ্ছে না? এই প্রসঙ্গে নিজের মতামত দিতে গিয়ে কর্ণ জোহর বলেই দিলেন যে, বলিউডে 'মেরুদণ্ড'-এর অভাব রয়েছে। এক সাক্ষাৎকারে 'কুছ কুছ হোতা হ্যায়' পরিচালক বলেন, 'আমার মনে হয় সমস্যাটা এটাই যে, আমরা হিন্দি ছবির মেনস্ট্রিম ইন্ডাস্ট্রি থেকে আমরা এসেছি। আমি নিজেও। সাতের দশকে সেলিম-জাভেদ জুটি আসল গল্প তৈরি করছিল। কিন্তু আটের দশক থেকে আচমকা এমন কিছু হল যে, রিমেক তৈরি হতে শুরু করল। আর তারপর থেকেই আমাদের পতন শুরু হল। তামিল ও তেলুগুর জনপ্রিয় ছবিগুলির রিমেক তৈরি করতে শুরু করলাম।'



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


আরও পড়ুন - Vicky-Katrina: ভিকি-ক্যাটরিনার অদেখা রোম্যান্টিক ছবি সামনে আনলেন তাঁদের ঘনিষ্ঠ বন্ধু


কর্ণ জোহর আরও বলেন, 'নয়ের দশকে প্রেমের গল্প নিয়ে ছবি তৈরি হতে শুরু করল। আমিও তৈরি করলাম। শাহরুখ খান তৈরি হলেন। ২০০১ সালে অস্কারের জন্য মনোনীত হল 'লগান'। তারপর সকলে মিলে ওই ধরনের ছবি তৈরি করতে শুরু করল। ফের 'দবাং' হিট হয়। আমরা আবার কমার্শিয়াল ছবি তৈরি করতে শুরু করি আর এটাই হল আমাদের সমস্যা। এটা আমি অন্য কাউকে বলার থেকে নিজেকে বারংবার বলি। আমাদের মেরুদণ্ডের অভাব রয়েছে। যা আমাদের অন্য ইন্ডাস্ট্রিগুলি থেকে নেওয়া দরকার।'