মুম্বই: বলিউডে স্বজনপোষণকে কেউ যদি সবচেয়ে বেশি প্রশ্রয় দেন, তাহলে সেই ব্যক্তি হলেন কর্ণ জোহর। কফি উইথ কর্ণ-এ এসে এমনই চাঁচাছোলা ভাষায় পরিচালক-প্রযোজককে আক্রমণ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে সেই সময় তেমন কোনও জবাব না দেওয়ায়, অনেকেই হয়তো মনে করেছিলেন কঙ্গনা-কর্ণের মধ্যে চাপানউতোর আপাতত অতীত। বলাবাহুল্য তাঁরা সম্পূর্ণ ভুল ভেবেছিলেন।
সেই সময় শোয়ে তেমন কিছু না বললেও, সম্প্রতি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়ে এক সাক্ষাত্কারে কঙ্গনাকে এক হাত নিয়েছেন কর্ণ। তিনি সেখানে বলেন, ‘আমার শোয়ে কঙ্গনা অতিথি হয়ে এসেছিলেন সেদিন, তাই তিনি তাঁর বক্তব্যকে সম্মান জানিয়েছেন। প্রত্যেকের নিজের মতপ্রকাশের অধিকার আছে’।
কঙ্গনার বক্তব্য প্রসঙ্গে কর্ণের মত, তাঁকে স্বজনপোষণের ধারক যখন বলেছেন, তখন অভিনেত্রী নিশ্চয়ই এই কথার মানেও ভাল বুঝতে পেরেছেন। তবে কর্ণের মতে কঙ্গনার এখনও অনেকটা বোঝা বাকি। কর্ণের প্রশ্ন স্বজনপোষণ মানে কঙ্গনা কী বলতে চেয়েছেন? তিনি কী ছবির জগতে শুধু তাঁর ভাইপো, ভাইঝি, তুতো বোন, ভাইকেই সুযোগ দেন। আর যেসমস্ত নবাগত পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা তাঁর হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন, তাঁদের সম্পর্কে অভিনেত্রীর কী মত? এরপরই কর্ণ বলেন, ‘আমি এবিষয়ে কঙ্গনার মতামত জানতেও চাইনা’। কারণ নিজেকে বাইরের জগতের কাছে সবসময় শোষিত দেখানোর অভ্যেসটা মোটেই ঠিক নয়। বলিউড ইন্ডাস্ট্রি যদি এতটাই খারাপ হয়ে, তাহলে ছেড়ে চলে যাও, তোপ কর্ণের।
‘বলিউড ইন্ডাস্ট্রি যদি এতই খারাপ হয়, ছেড়ে চলে যাও’, কঙ্গনাকে পাল্টা কর্ণ জোহর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2017 10:24 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -