মুম্বই: আর কয়েকদিন পরই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। সম্প্রতি জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক সূরজ নাম্বিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। বিভিন্ন সূত্রে খবর, আগামী ২৭ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি সুন্দরী। মৌনী রায়ের বিয়ের খবরে প্রতিক্রিয়া দিলেন তাঁরই সহ-অভিনেতা কর্ণবীর বোহরা।
বিভিন্ন সূত্রে খবর, আগামী ২৭ জানুয়ারি বিয়ে উপলক্ষে ইতিমধ্যেই গোয়ার একটি পাঁচতারা হোটেলে বুকিং সেরে ফেলেছেন মৌনী রায় ও তাঁর প্রেমিক সূরজ। মৌনী রায়ের সঙ্গে 'নাগিন' ধারাবাহিকে অভিনয় করেছিলেন কর্ণবীর বোহরা। সহ-অভিনেত্রীর বিয়ের খবরে দারুণ খুশি অভিনেতা। সম্প্রতি দিলেন প্রতিক্রিয়াও। সম্প্রতি এক সাক্ষাতকারে কর্ণবীর বোহরা বলেন, 'আমি শুনেছি খবরটা। আর এই খবরে আমি খুবই খুশি। মৌনীর জন্য খুব আনন্দ হচ্ছে। আমার মনে হয় না মৌনী বিয়ে নিয়ে খুব একটা চিন্তায় আছে। আমার মনে হয় ও শুভ পরিণয়ের দিনটার জন্য অপেক্ষা করছে। সঠিক সময়ে আমাদের জীবনে সঠিক মানুষ আসেন।' কর্ণবীর বোহরা আরও বলেন, 'ও (মোনী রায়) খুব খুশি এই সময়। এটা ওর জীবনের খুবই গুরুত্বপূর্ণ সময়। আমি ওর জন্য খুবই খুশি। আবারও।'
আরও পড়ুন - Sushmita Sen: তৃতীয় সন্তান দত্তক নিলেন? সত্যিটা জানালেন সুস্মিতা সেন
শোনা যায়, ২০১৯ সাল থেকে সূরজ নাম্বিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন মৌনী রায়। যদিও সেই সময় সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন মৌনী। জানিয়েছিলেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। কিন্তু সেই বন্ধুত্বই ভালোবাসায় পরিণত হয়ে এবার শুভ পরিণয়ে পরিত হতে চলেছে। ইতিমধ্যেই গোয়ায় ব্যাচেলরেট পার্টি সেরে ফেলেছেন মৌনী। অভিনেত্রীর ব্যাচেলরেট পার্টিতে দেখা গিয়েছিল তাঁর বন্ধুদের।
প্রসঙ্গত, সূরজ নাম্বিয়ার সঙ্গে সম্পর্কের আগে অভিনেতা গৌরব গুপ্তার সঙ্গে ২০১২ নাগাদ সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক ভাঙার পর 'দেবো কা দেব মহাদেব' অভিনেতা মোহিত রায়নার সঙ্গে সম্পর্কে ছিলেন মৌনী রায়। সদ্য কিছুদিন আগেই বিয়ে সেরেছেন মোহিত রায়না। সেই সম্পর্কও টেকেনি অভিনেত্রীর।