মুম্বই: আগামী ২০ ডিসেম্বর সন্তানের জন্ম দিতে পারেন করিনা কপূর খান, জানালেন তাঁর বাবা রণধীর কপূর। তবে অস্ত্রোপচার হবে না, স্বাভাবিক ভাবেই সন্তানের জন্ম দেবেন করিনা, সেবিষয় অভিনেত্রীর বাবা জানিয়েছেন, সেই চূড়ান্ত সিদ্ধান্তটা চিকিত্সকরাই নেবেন। তবে এইমুহূর্তে মা এবং সন্তান যথেষ্ট ভাল আছেন, সুস্থ আছেন, জানিয়েছেন বেবোর বাবা।
সেফ আলি খানের বেগম করিনা তাঁর কথা রেখেছেন। তিনি জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি একইভাবে কাজ করে যাবেন। করিনা তাঁর কথা অনুযায়ী এখনও অবধি বিভিন্ন অনুষ্ঠান, ফটোশ্যুট, ছবির শ্যুটিংয়ে যোগ দিচ্ছেন। স্ত্রীর শরীরের বিষয় বিশেষ চিন্তিত সেফ কয়েকদিন আগে করিনাকে একটু কম কাজ করার অনুরোধ করেন। এমনকি এও শোনা গিয়েছিল, সেফ ভয় পাচ্ছেন তাঁরা বাচ্চা হয়তো মেহেবুব স্টুডিওতেও হয়ে যেতে পারে।
সন্তান প্রসবের একমাসের মধ্যে ফের কাজে ফিরবেন বলে জানিয়েছিলেন করিনা। আগামী কয়েক মাসের মধ্যে করিনার তাঁর পরবর্তী ছবি ‘ভির দি ওয়েডিং’-এর শ্যুট শুরু করার কথা।
আগামী ২০ ডিসেম্বর সন্তানের জন্ম দিতে পারেন করিনা:রণধীর কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Nov 2016 11:21 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -