মুম্বই: ছেলের জন্মের প্রায় দেড় বছর পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি। করিনা কপূর এখন ব্যস্ত আগামী ছবি বীরে দ্য ওয়েডিং-এর প্রমোশনে। এরই মধ্যে জানালেন, বিরাট কোহলিকে দারুণ পছন্দ তাঁর।

তবে এতে অনুষ্কা শর্মার ভুরু কোঁচকানো নিষ্প্রয়োজন। করিনা বিরাটকে হট সার্টিফিকেট দিলেও একই সঙ্গে দাবি করেছেন, তাঁর নবাব সাহেব সেফ আলি খানের হটনেস বিরাটের থেকে বেশি। করিনা বলেছেন, আমার বিরাটকে ভাল লাগে, ও দারুণ ফিট, আমার খুব হট লাগে ওকে। তবে ও তো আর একজনের হয়েই গিয়েছে, আর আমার নবাবকে ভাল লাগে বেশি। বিরাট ছাড়া ভাল লাগে নিউজিল্যান্ডের খেলোয়াড় কেন উইলিয়ামসনকে।

বরের প্রশংসায় পঞ্চমুখ হলেও করিনা কিন্তু চান, ছেলে তৈমুর বড় হয়ে বাবার মত অভিনেতা না হয়ে ঠাকুর্দা মনসুর আলি খান পতৌদির মত ক্রিকেটার হোক। এখন থেকেই নাকি তিনি ও সেফ ছেলেকে ক্রিকেটের তালিম দিচ্ছেন।