মুম্বই: করিনা কপূর খানের সঙ্গে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার বন্ধুত্বের কথা ইন্ডাস্ট্রির সকলেরই জানা। তাঁরা তাঁদের এই গভীর বন্ধুত্বের কথা একাধিক সাক্ষাতকারে বলেছেনও। সেক্ষেত্রে এটা স্বাভাবিক যে মনীশের ফ্যাশন শোয়ে শো-স্টপার করিনাই হবেন। সেই শোয়ে যখন শো-স্টপার হিসেবে আবির্ভাব ঘটল করিনা, স্বাভাবিক ভাবেই সেই উপস্থিতি ছিল ঐশ্বরিক। সেই ঐশ্বরিক মুহূর্তে বেশ কিছু ছবি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন মনীশ। এছাড়া পুনম দামানিয়ার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও দেখা গেল সেই শোয়ের বেশ কিছু ঝলক
শনিবার এই ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়। করিনা পরেছিলেন সাদা লহেঙ্গা। বেবোর স্টাইল সেন্স, আত্মবিশ্বাস দেখে আজও একটি কথা বলাই যায়, তাঁর উপস্থিতি দিয়েই তিনি সকলের হৃদয় চুরি করেন।