করিশমার বহুচর্চিত বিচ্ছেদ মামলা নিয়ে অবশেষে মুখ খুললেন বোন করিনা, কী বললেন পড়ুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Apr 2016 03:03 AM (IST)
মুম্বই: বেশ কয়েকবছর ধরেই বিবাহ বিচ্ছেদ মামলা নিয়ে সমস্যায় জেরবার বলিউড অভিনেত্রী করিশমা কপূর। বিচ্ছেদ মামলা চলাকালীন প্রকাশ্যে একে অপরকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন করিশমা-সঞ্জয়। মেয়েকে বাঁচাতে সামনে এগিয়ে এসেছেন করিশমার বাবা রনধীর কপূর। তবে এতদিন এপ্রসঙ্গে মুখে কুলুপ এঁটে ছিলেন বোন করিনা। অবশেষ মুখ খুললেন বেবো। একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সাক্ষাত্কার অনুযায়ী, করিনাকে এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে, তিনি খুব স্পষ্ট ভাষায় তাঁর বক্তব্য সংবাদমাধ্যমকে জানিয়ে দেন। তাঁর দাবি এই বিষয়টা এতটাই ব্যক্তিগত যে তিনি এবং করিশমা নিজেদের মধ্যেও এই নিয়ে কোনও কথা বলেননি। তিনি এও বলেন, দিদির এই খারাপ সময় তিনি কীভাবে করিশমাকে সাহায্য করছেন, সেটা বাইরের কারও না জানলেও চলবে। তিনি মনে করেন, করিশমা তারকা বলেই হয়তো তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সকলের এতটা কৌতূহল রয়েছে। করিনার দাবি, প্রায় প্রত্যেকেই সত্যিটা পুরোটা না জেনে নিজেদের মতো করে গল্প বানিয়ে সকলকে বলে বেড়াচ্ছে। করিনা মনে করেন একজন তারকার জীবন নিয়ে গসিপ করতে প্রত্যেকেই ভালবাসে। বাইরের লোকের বিভিন্ন ভুল কথা শুনে তাঁদের বাবা রেগে গিয়েছিলেন। কিন্তু তিনি এবিষয় এতদিন যা করেছেন, এখনও তাই করবেন। কোনও মন্তব্য করবেন না। বরং তিনি চান, তাঁর অভিনয়, পরবর্তী ছবি এই নিয়ে সকলে কথা বলুক। প্রযোজনা বা পরিচালনাতে তাঁর কোনও আগ্রহ নেই, তিনি মন দিয়ে শুধু অভিনয়টাই করে যেতে চান, দাবি করিনার।