নয়াদিল্লি: ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform) নিজের সফর শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। মৃত্যু রহস্য নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। জাপানি লেখক কিগো হিগাসিনোর উপন্যাস 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'-এর (Japanese author Keigo Higashino's novel, 'The Devotion of Suspect X') ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে ছবিটি।


সুজয় ঘোষ পরিচালিত ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। ২০১২ সালের 'কাহানি', ২০১৮ সালের 'বদলা'র মতো একাধিক জনপ্রিয় ছবি রয়েছে তাঁর তালিকায়। এই ছবিতে অভিনয় করবেন জয়দীপ আহলাওয়াত ও বিজয় বর্মা। স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স একটি ভিডিওর মাধ্যমে ছবির ঘোষণা করেন। ভিডিওয় দেখা যায় করিনা কপূর, জয়দীপ ও বিজয়কে। তাঁরা পরিচালকের সঙ্গে হাজির ছিলেন স্ক্রিপ্ট রিডিং সেশনে।


 






ছবির ঘোষণার পর করিনা বলেন, 'এই প্রজেক্টে কাজ করতে আমি প্রচণ্ড উৎসাহী। এতে সমস্ত সঠিক উপকরণ রয়েছে: দুর্দান্ত গল্প, একজন দুর্দান্ত পরিচালক এবং প্রতিভাবান কলাকুশলী। অসাধারণ এক সফরের শুরু এবং বিশ্বজুড়ে সমস্ত দর্শকের সামনে এই ছবি তুলে ধরার জন্য আমি ভীষণ আগ্রহী।'


ডিটেক্টিভ গ্যালিলিও সিরিজের তৃতীয় উপন্যাস 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স'। লেখকের অন্যতম জনপ্রিয় কাজ এটি। এই রচনার জন্য তিনি 'নাওকি' পুরস্কারও পেয়েছেন। 


আরও পড়ুন: The Kashmir Files Film: অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ 'দ্য কাশ্মীর ফাইলস' টিমের, পোস্টে কৃতজ্ঞতা স্বীকার পরিচালকের


চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে গিয়ে, সুজয় ঘোষ বলেন, "ডিভোশন" সম্ভবত আমার পড়া সেরা প্রেমের গল্প। এটিকে চলচ্চিত্রে রূপান্তর করার সুযোগ পাওয়া একটি সম্মানের বিষয়। তাছাড়া আমি করিনা, জয়দীপ এবং বিজয়ের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আর কী চাইতে পারি?"