ওজন কমাতে কিক বক্সিং শিখছেন করিনা কপূর
ABP Ananda, Web Desk | 12 Feb 2017 12:32 PM (IST)
মুম্বই: প্রেগনেন্সির সময়কার এক্সট্রা ওজন ঝরাতে উঠে পড়ে লেগেছেন করিনা কপূর। এপ্রিলে তাঁর আগামী ছবি ‘ভীরে দি ওয়েডিং’-এর শ্যুটিং শুরু হচ্ছে, আর সে জন্য রোগা হওয়ার চেষ্টায় লেগেছেন তিনি। জানা গিয়েছে, আগের মত স্লিম অ্যান্ড ট্রিম চেহারা পেতে চেষ্টার ত্রুটি করছেন না করিনা। যোগ ব্যায়াম আগের মতই করছেন, তার সঙ্গে শুরু হয়েছে সপ্তাহে ৩দিন কিক বক্সিং প্র্যাকটিস। তাঁর বেস্ট ফ্রেন্ড অমৃতা অরোরা নাকি তাঁকে পরামর্শ দিয়েছেন, বাচ্চা হওয়ার পর ওজন কমাতে কিক বক্সিং সবথেকে কার্যকর। অমৃতা নিজেও নাকি এটা করেছেন, সুফলও পেয়েছেন।