মুম্বই: 'তশান' ছবির শ্যুটিংয়ের সময় থেকেই সেফ আলি খানের (Saif Ali Khan) সঙ্গে সম্পর্ক শুরু হয় করিনা কপূর খানের (Kareena Kapoor Khan)। চার বছর সম্পর্কে থাকার পর ২০১২তে তাঁরা বিয়ে করেন। 'তশান' ছবিতে সেফ আলি খান, করিনা কপূর খান ছাড়াও ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সম্প্রতি টুইঙ্কল খন্নাকে (Twinkle Khanna) দেওয়া এক সাক্ষাৎকারে বলি ডিভা জানালেন, তাঁর সঙ্গে সম্পর্ক হতে দেখে সেফকে কী বলেছিলেন অক্ষয় কুমার। খোলাখুলি জানিয়ে দেন, তাঁর সম্পর্কে ভয়ঙ্কর মন্তব্য করেন বলিউডের 'খিলাড়ি'। এবং সেফকে সাবধান করেছিলেন করিনার সঙ্গে সম্পর্ক তৈরি না করতে।


সম্প্রতি বলিউড অভিনেত্রী টুইঙ্কল খন্নার সঙ্গে করিনা কপূর খানের কথপোকথন দেখা গিয়েছে নেট মাধ্যমে। এক ইউটিউব চ্যানেলে দুই অভিনেত্রীর কথপোকথন দেখা গিয়েছে। সেখানেই পুরনো দিনের স্মৃতিচারণা করেন করিনা। তিনি বলেন, 'শ্যুটিংয়ের সময় সেফ আর অক্ষয় দুজন আলাদা করে কথা বলত। সেই সময় অক্ষয় বুঝতে পারছিল যে, সেফের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হচ্ছে। শ্যুটিংয়ের ফাঁকে তাই সেফকে আলাদা ডেকে নিয়ে গিয়ে ও প্রায়ই নানা কিছু বলত। এমনও বলেছে, শোন, ও কিন্তু ভয়ঙ্কর মেয়ে। আর ভয়ঙ্কর পরিবারের মেয়ে। তাই দেখে নে। যা করবি ভেবে কর।' করিনা কপূর খান আরও বলেন, 'সেফকে অক্ষয় নানা সময়ই আমাকে নিয়ে সাবধান করত। আমার সঙ্গে মেলামেশা করতে বারণ করত। সেই সময় সেফ ওকে বলেছিল, না, না। আমি জানি। আমি ওকে ঠিক জেনে নেব।'


আরও পড়ুন - Pratik Sehajpal: সলমন খানের কাছ থেকে বিশেষ উপহার পেলেন প্রতীক সেহজপাল


টুইক ইন্ডিয়া নামে একটি ইউটিউব চ্যানেলের জন্য করিনা কপূর খানের সাক্ষাৎকার নিচ্ছিলেন টুইঙ্কল খন্না। সেখানেই দুই তারকাপত্নীর এই কথপোকথন শোনা যায়। নেট নাগরিকরা তাঁদের পুরনো গল্প শুনে হাসি চেপে রাখতে পারেননি। কমেন্টে তার প্রতিক্রিয়া দিয়েছেন। 


করিনা কপূর খান ও সেফ আলি খান একসঙ্গে বেশ কিছু ছবিতে কাজ করেছেন। 'কুরবান', 'এজেন্ট বিনোদ', 'তশান' এবং আরও কয়েকটিতে। দুই সন্তানকে সঙ্গে নিয়ে তাঁদের জমজমাট সংসার। তার ছবিও দেখা যায় করিনা কপূর খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।


প্রসঙ্গত, বলিউড অভিনেত্রী করিনা কপূর খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আংরেজি মিডিয়াম' ছবিতে। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে আমির খানের বিপরীতে 'লাল সিং চাড্ডা' ছবিতে। দ্বিতীয়বার মা হতে চলাকালীন এই ছবির অনেকটা শ্যুটিং করেন তিনি।