মুম্বই: সারা আলি খানের সঙ্গে সুশান্ত সিংহ রাজপুতের সম্পর্ককে টেনে এনে আরও একবার নেপোটিজম বিতর্কে সরব হলেন কঙ্গনা রানাউত। তাঁর বক্তব্য এই ব্রেক-আপের কারণেই ইন্ডাস্ট্রিতে নানা সময়ে হাসি-ঠাট্টার পাত্র হয়েছেন সুশান্ত। তাঁর চরিত্র হনন করা হয়েছে। এর আগেও কঙ্গনা বলেছিলেন যে সারার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার শূন্যতার থেকে সুশান্ত রিয়া চক্রবর্তী নামক ‘শকুন’-এর খপ্পড়ে পড়েন।
কঙ্গনা টুইটে বলেছেন, সারার সঙ্গে সুশান্তের প্রেমের কথা গোটা ইন্ডাস্ট্রি জানতো। বার বার আউটডোর শুটে গিয়ে নানা জনের মুখে ওদের সম্পর্কের কথা শুনেছি। আমার সঙ্গে হৃতিকের সম্পর্কও ভেঙে যাবে ভাবিনি। আমি জানি একটা সময়ে অনেকদিন পর্যন্ত আমরা খুব ভালো সময় কাটিয়েছি, হঠাৎ কী যে হলো কে জানে। সারা-ও বুদ্ধিমতী মেয়ে। জেনেবুঝেই সম্পর্কে জড়িয়েছিল। কেন যে স্টার-কিডরা এভাবে অন্যদের সঙ্গে সম্পর্ক ভেঙে চলে যায়!
এদিকে কফি উইথ করণ অনুষ্ঠানে সারা-র সৎ মা করিনা কপুরের মন্তব্য টেনে এনে কড়া সমালোচনাও করেছেন কঙ্গনা। প্রসঙ্গত, সেই ইন্টারভিউতে করিনা জানান তিনি সারাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রথম নায়কের সঙ্গে কখনও প্রেম করো না।
প্রসঙ্গত, বলিউডে সারা আলি খানের প্রথম ছবি ‘কেদারনাথ’। ছবিতে তার বিপরীতে ছিলেন সুশান্ত সিংহ রাজপুত। দু’জনের কেমিস্ট্রি যেমন ক্লিক করেছিল, তেমনই ভালো ব্যবসাও করেছিল ছবিটি। ফলে, কারিনার লক্ষ্যে যে সুশান্ত তা বুঝে নিয়েই রেগে আগুন হন নেটিজেনরা। যদিও করিনা কারও নাম উল্লেখ করেননি। করিনার কথায় তখন অনেকই অভিযোগ তোলেন, কাপুর খানদানের বলে মানুষকে মানুষ বলেই মনে করছেন না সারার সৎ মা! সারার মা অমৃতা সিংহ থাকতে তিনি পরামর্শ দেওয়ার কে? সারার প্রথম নায়ক সুশান্ত, এটা জেনে বুঝেই কি এমন কথা বললেন কারিনা? এখানেই থামেননি তারা। তাদের কটাক্ষ, করিনা একসময় দুই সন্তানের বাবা, বিবাহবিচ্ছিন্ন সাইফ আলি খানের সঙ্গে চুটিয়ে ডেট করেছেন। পরে বিয়ে করে সাইফের সন্তানের মা হয়েছেন। তিনি যদি এই সব করতে পারেন, তা হলে সুশান্তের সঙ্গে সারা ডেট করলে দোষ কোথায়? তিনি স্টার কিড নন বলে? কঙ্গনা এবার করিনার সমালোচনা করায় মাস কয়েক আগের সেই বিতর্ক আরও একবার সামনে চলে এল।
‘প্রথম নায়কের সঙ্গে প্রেম করো না, সারাকে পরামর্শ দিয়েছিলেন করিনা’, সুশান্তকে হেনস্থার অভিযোগ তুলে সরব কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Sep 2020 02:00 PM (IST)
এদিকে 'কফি উইথ করণ' অনুষ্ঠানে সারা-র সৎ মা করিনা কাপুরের মন্তব্য টেনে এনে কড়া সমালোচনাও করেছেন কঙ্গনা। প্রসঙ্গত, সেই ইন্টারভিউতে করিনা জানান তিনি সারাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রথম নায়কের সঙ্গে কখনও প্রেম করো না।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -