নয়াদিল্লি: বিশ্বে নীল রঙের সাপ খুব বেশি নেই। তাই এই বিরল রঙের সাপ সহজেই নজর কাড়ে। এমনই একটি সাপ- ব্লু পিট ভাইপারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উজ্জ্বল নীল রঙের এই সাপের ভিডিও সম্পর্কে হাজার হাজার নেটিজেন তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। ভিডিওতে নীল রঙের ওই সাপটিতে একটি গোলাপ ফুলের ওপর বসে থাকতে দেখা গিয়েছে।
ভিডিওতে যেমন মনে হচ্ছে, আদপেই কিন্তু তেমন নিরীহ নয়। এটি একটি মারাত্মক সাপ। এর তীব্র বিষ শরীরে ভেতরে ও বাইরে ব্যাপক রক্তক্ষরণ ঘটাতে পারে।
মস্কো জু-র তথ্য অনুসারে, এই সাপগুলি আসলে হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপারের প্রজাতিভূক্ত নীল বর্ণের। বিষাক্ত পিট ভাইপারের উপপ্রজাতিগুলি মেলে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমোরে। অধিকাংশ হোয়াইট-লিপড পিট ভাইপার প্রকৃতপক্ষে সবুজ হয়। এক্ষেত্রে নীল রঙের এই সাপ খুবই বিরল।
মস্কো জু-র জেনারেল ডিরেক্টর সভেটলানা আকুলোভা জানিয়েছেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ যে, দুটি নীল রঙের সাপের মিলনে সবুজ রঙের সাপের জন্ম হতে পারে।
লাইফ অন আর্থ ট্যুইটার অ্যাকাউন্টের এই ব্লু পিট ভাইপারের ভিডিও-র ক্যাপশনে লেখা হয়েছে- অবিশ্বাস্য সুন্দর ব্লু পিট ভাইপার।



সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর ভিডিওটি ৫২ হাজারের বেশি ভিউ হয়েছে।
সোশ্যাল মিডিয়া ইউজাররা অধিকাংশই সহমত যে, এই সাপটি দেখতে খুবই সুন্দর। একইসঙ্গে এ ধরনের সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তাঁরা বলেছেন।
এক রেডিট ইউজার লিখেছেন, ইন্টারনেটে প্রাপ্ত তথ্য অনুসারে, ব্লু পিট ভাইপার বিষধর ও খুবই আগ্রাসী। গোলাপটি যিনি ধরে রয়েছেন, তিনি কিন্তু ঠিক কাজ করছেন না।
অস্ট্রেলিয়ান জিওগ্রাফিক অনুসারে, ব্লু পিট ভাইপার খুবই আগ্রাসী সরীসৃপ। তাদের বিষে সাধারণত মৃত্যু হয় না ঠিকই, কিন্তু এর কামড়ে ব্যাপক যন্ত্রনা,  ফুলে যাওয়া ও শরীরের ভেতরে ও বাইরে রক্তক্ষরণের মতো ঘটনা  ঘটে। বালিতে হোয়াইট লিপড আইল্যান্ড পিট ভাইপারের কামড়ের ঘটনা মাঝেমধ্যেই ঘটে।