মুম্বই: জীবনের নতুন ইনিংসে পা রাখতে চলেছেন বেগম বেবো। সিনেমার রুপোলি পর্দায় নয়, আপাতত প্রযোজনায় হাত দিয়েছেন করিনা কপূর। একটা কপূর ও হংসল মেহতার সঙ্গে হাত মিলিয়ে ছবি প্রযোজনা করতে চলেছেন তিনি।


জীবনের প্রথম প্রযোজনা? বেবো বলছেন, 'একতা কপূরকে পরিবার সূত্রে বহু বছর ধরে চিনি। এই ছবিতে প্রযোজনার সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। আর এই প্রথমবার প্রযোজক হিসাবে কাজ করব হংসলের সঙ্গে। আমি হংসল মেহতা পরিচালিত ছবির ভক্ত। এই কাজটায় অনেক কিছুই প্রথমবার হচ্ছে। কাজ শুরু করার জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'


এর আগে করিনার সঙ্গে 'ভীরে দি ওয়েডিং' ছবিতে কাজ করেছেন একতা। তৈমুরের জন্মের পর 'ভীরে দি ওয়েডিং' ছবির হাত ধরে কামব্যাক করেছিলেন করিনা। আর করিনার দ্বিতীয় সন্তানের জন্মের পর এই ছবির হাত ধরেই ফের কাজে ফিরছেন করিনা। তবে এবার অন্য ভূমিকায়। একতা বলছেন, 'করিনা কপূর যথেষ্ট ক্ষমতাশালী একজন অভিনেত্রী। ভীরে দি ওয়েডিং'-এর মত নায়িকাকেন্দ্রিক ছবির প্রধান চরিত্রে নজর কেড়েছিলেন করিনা। এইবারেও করিনার সঙ্গে কাজ করার জন্য আমি ভীষণ উৎসাহী আর অধীর আগ্রহে অপেক্ষা করছি। গল্পটা শোনার পরেই আমার ভীষণ ভালো লাগে। দর্শকেরা আরও একটা দারুণ কাজের অপেক্ষায় থাকতেই পারেন।'


এই ছবিটির প্রেক্ষাপট ইউকে -তে। বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিটির খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।


নতুন এই ছবি ছাড়াও 'ফ্রেডি' ছবিতে কাজ করছেন একতা। এই ডার্ক রোম্যান্টিক থ্রিলারের প্রধান চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। কার্তিক আরিয়ান জানিয়েছেন, একতা কপূর ও জয় সেবাক্রমীর ছবি 'ফ্রেডি' একটি ডার্ক রোম্যান্টিক থ্রিলার। একতা কপূরের সঙ্গে প্রথমবার কাজ করা নিয়ে বেশ উৎসাহী লুকাছুপি ছবির তারকা। বলছেন, 'একজন অভিনেতা হিসাবে আমি ফ্রেডি ছবির চরিত্রের বিভিন্ন শেডে অভিনয় করার অপেক্ষা করছি। পর্দায় এই ডার্ক রোম্যান্টিক থ্রিলার জীবিত হয়ে উঠবে অভিনয়ের মাধ্যমেই। তার ওপর একতা কপূর ও জয় সেবাক্রমীর সঙ্গে একসঙ্গে এটা আমার প্রথম কাজ। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। অধীর আগ্রহে অপেক্ষা করছি।' কার্তিকের বিপরীতে কাকে দেখা যাবে এই নিয়ে উৎসাহ থাকলেও মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।