মুম্বই: বলিউডের প্রখ্যাত শোম্যান করিম মোরানির প্রযোজনায় বহু হিট ছবি উপহার পেয়েছে বক্স অফিস। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ তার অন্যতম। এবার তাঁর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। ২৫ বছরের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছেন তিনি। শুক্রবার রাতে হায়দরাবাদের হায়াতনগর থানায় পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত প্রযোজক।তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত।

সূত্রের খবর, আত্মসমর্পণের পর আজ তাঁর মেডিক্যাল পরীক্ষা হওয়ার কথা। এরপর তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন প্রযোজক। মোরানির দাবি, ধর্ষণের অভিযোগ মিথ্যে। মেয়েটির সঙ্গে শারীরিক সম্পর্ক তাঁর হয়েছিল, তবে সেটা সম্মতি নিয়েই।

হালে মোরানি ছাড়া আরও যেসমস্ত রুপোলি পর্দার নায়কদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে রয়েছেন ভোজপুরী অভিনেতা মনোজ পাণ্ডে। গতকাল থাকে গ্রেফতার করে থানে পুলিশ। তাঁর বিরুদ্ধেও ২৭ বছর বয়সি এক গায়িকা-অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।

প্রসঙ্গত, মোরানির বিরুদ্ধে এই বছর জানুয়ারিতে একজন মহিলা হায়াতনগর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। সেই মহিলা তাঁর অভিযোগে লেখেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে একাধিকবার মুম্বই এবং দু বার রামোজি ফিল্ম সিটির বাইরে এক জায়গায় ধর্ষণ করেন মোরানি। ঘটনাটি ২০১৫ সালে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ঘটেছে। এমনকি মোরানির বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অভিযোগও এনেছেন ওই তরুণী। প্রযোজক নাকি তাঁর মোবাইলে মেয়েটির নগ্ন ছবি ও ভিডিও তুলে রেখেছেন এবং সেটি যেকোনও সময় ফাঁস করে দিতে পারেন বলেও হুমকি দিয়েছেন। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক ধারা আরোপ করেছে।

প্রসঙ্গত দিল্লি থেকে বিবিএ পাস করে সিনেমা করায় আগ্রহ দেখান এই তরুণী। সেই সূত্র ধরেই প্রযোজকের সঙ্গে তাঁর আলাপ।হায়দরাবাদের এক নিম্ন আদালত মোরানির জামিন মঞ্জুর করে দিলেও, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় পুলিশ। সেখানে তারা দাবি করে, অভিযুক্ত প্রযোজকের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। এরপরই হাইকোর্ট করিমের অন্তর্বর্তী জামিনের নির্দেশ খারিজ করে দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান মোরানি।

‘চেন্নাই এক্সপ্রেস’ ছাড়া ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘রা ওয়ান’-এর মতো একাধিক ছবি প্রযোজনা করেছেন করিম মোরানি।