Karisma replaced Shilpa Shetty: শিল্পা শেট্টির পরিবর্তে বিচারকের আসনে করিশ্মা কাপুর

করিশ্মা কাপুরকে বিচারকের আসনে পেয়ে, তাঁর সামনে আনাড়ি সিনেমার ফুলো সা চেহেরা তেরা গানে পারফর্মও করলেন একজন প্রতিযোগী।

Continues below advertisement

মুম্বই : প্রথমে ইন্ডিয়ান আইডল ১১-র সেটে। তারপর ফের একবার সুপার ডান্সার চ্যাপ্টার ফোরের ফ্লোরে দেখা গেল বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে। এই এপিসোডে শিল্পা শেট্টির পরিবর্তে একজন অতিথি বিচারকের ভূমিকায় দেখা গেল তাঁকে। করিশ্মা কাপুরকে বিচারকের আসনে পেয়ে, তাঁর সামনে আনাড়ি সিনেমার গানে পারফর্মও করলেন এক প্রতিযোগী। যখন ওই প্রতিযোগী গানটিতে পারফর্ম করছিলেন, সেই সময় স্লাইড শোয়ের মাধ্যমে দেখানো হচ্ছিল করিশ্মা কাপুরের ছোটবেলার দিনগুলো থেকে তাঁর বেড়ে ওঠার সময়। এই পারফরম্যান্সের পর চোখে জল দেখা যায় করিশ্মা কাপুরের। আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, 'প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। যেগুলো ঘটছিল, পুরোটাই আমার জন্য খুব খুব স্পেশাল। সকলকে অসংখ্য ধন্যবাদ।'

Continues below advertisement

প্রসঙ্গত, সুপার ডান্সার ফোরের বিচারকের আসনে রয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি, পরিচালক অনুরাগ বসু এবং কোরিওগ্রাফার গীতা কাপুর। যদিও সম্প্রতি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার হয়েছেন মুম্বই পুলিশের হাতে। মুম্বই পুলিশ জানিয়েছে, তদন্ত যতটুকু চলেছে, তাতে এই বিষয়ে সরাসরি কোনও যোগ শিল্পা শেট্টির সঙ্গে তারা পায়নি। তার পরেও তদন্তের জন্য শিল্পা শেট্টিকে তারা ডেকেছিল। শিল্পা শেট্টিও শুক্রবার তাঁর বক্তব্য পেশ করেছেন পুলিশের সামনে। এই সব কারণেই হয়ত, শিল্পা শেট্টিকে এই এপিসোডে দেখা যায়নি। তাঁর জায়গায় বিশেষ অতিথি বিচারক হিসেবে কাজ চালিয়েছেন করিশ্মা।

অন্যদিকে গত সপ্তাহে ইন্ডিয়ান আইডলের সেটেও হাজির ছিলেন করিশ্মা কাপুর। তাঁর জন্যই অনুষ্ঠানের সকল প্রতিযোগী করিশ্মা কাপুরের ছবির গান গাইছিলেন। সেখানে একজন প্রতিযোগী "দিল তো পাগল হ্যায়" ছবির গানও গান।

এরপরে করিশ্মা কাপুর জানান, "দিল তো পাগল হ্যায়" ছবিটি তিনি প্রথমে ছেড়ে দিতে চেয়েছিলেন। কারণ, মাধুরী দীক্ষিতের বিপরীতে পাল্লা দিয়ে ডান্স করতে হবে ভেবে তিনি আত্মবিশ্বাস পাচ্ছিলেন না। যদিও পরে অনেক ভাবনা চিন্তা করে নিজের মত বদলান। "দিল তো পাগল হ্যায়" ছবি হিট করে। আর করিশ্মা কাপুরের অভিনয় এবং নাচ দুটোই প্রচণ্ড প্রশংসিত হয়। 

Continues below advertisement
Sponsored Links by Taboola