কলকাতা: সংক্রমিতের সংখ্যায় বিশেষ কোনও পরিবর্তন হয়নি এই কয়েকদিনে। রাজ্যে করোনা সংক্রমণ ৭০০ থেকে ৮০০-র ঘরেই ঘোরাফেরা করছে। রবিবার প্রকাশিত স্বাস্থ্য দফতর বুলেটিন অনুয়ায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৮০৬ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,২৩,৬৩৯ জন। ২৫ জুলাই-এর হিসেবে এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত  ১১,৭০৬ জন। গতকালের তুলনায় যা ৯৫ জন কম। 


বুলেটিন অনুযায়ী এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,০৭৩ জন। পাশাপাশি রাজ্যে এখন করোনার সুস্থতার হার ৯৮.০৪ শতাংশ। একদিনে করোনামুক্ত হয়েছেন ৮৯২ জন। শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৪,৯৩,৭৭০ জন। 


যদিও সতর্কতার ছবিটা এখনও বদলাচ্ছে না, উইকএন্ডের রাতে কোভিড বিধি অগ্রাহ্য করে পার্ক স্ট্রিটের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ফের হুল্লোড়ের ছবি ধরা পড়েছে। কেউ আবার বেরিয়েছেন জয় রাইডে, কেউ বা পার্টি করে ফিরছেন। এভাবে কোভিড বিধি উপেক্ষা করায় গতকাল পার্ক স্ট্রিট থানা এলাকায় ১০০টি মামলা রুজু করেছে সাউথ ট্রাফিক গার্ড। সবকটি অভিযোগ পার্ক স্ট্রিট থানায় জানানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, পার্ক হোটেলকাণ্ডের পর কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে প্রতি শুক্র ও শনিবার বিশেষ অভিযান চালানো হচ্ছে। গতকাল কলকাতা পুলিশের বিভিন্ন ট্রাফিক গার্ড গোটা শহরে কোভিড বিধিভঙ্গের ঘটনায় ৮৩০টি মামলা রুজু করেছে। 


অন্যদিকে, শিলিগুড়িতে সময়বিধি ও কোভিড বিধি অমান্য করে পার্টির আয়োজন করায় বার-কাম-রেস্তোরাঁর এক কর্মী-সহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, প্রধাননগর থানা এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ওই বার-কাম-রেস্তোরাঁ নির্দিষ্ট সময়ের পরেও খোলা ছিল। কোভিড প্রোটোকলও মানা হয়নি বলে অভিযোগ। 


অন্যদিকে পরিসংখ্যান বলছে দেশে করোনায় দৈনিক সংক্রমণ ফের ৪০ হাজার ছুঁইছুঁই। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৩৫ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭৪২।


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০ হাজার ৫৫১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৩ লক্ষ ৭১ হাজার ৯০১। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ২১২। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ১৩৮ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৭২ জন। পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪১ লক্ষ ৫১ হাজার ৪৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৩৬ লক্ষ ৩৯ হাজার ৩২৮।