মার্জার সরণীতে সারা আলি খান, ইব্রাহিম ও কার্তিক আরয়ানের মজাদার প্রতিক্রিয়া, ছবি ভাইরাল
ছবি: মানব মঙ্গলানি
সিনেমার শ্যুটিং চলাকালে এমনও গুঞ্জন তৈরি হয়, দুই তারকা একে অপরের সঙ্গে ডেট করছেন।
কার্তিকের সঙ্গে সারাকে আজকল ২ সিনেমায় দেখা যাবে।
সারাকে মার্জার সরণীতে দেখে তাঁদের দুজনের মজাদার প্রতিক্রিয়াও দেখা গেল। আর সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হল।
আর সারাকে উত্সাহ দিতে দর্শকাসনে ছিলেন তাঁর ভাই ইব্রাহিম আলি খান ও অভিনেতা কার্তিক আরয়ান।
সারার এই ফ্যাশন শো ছিল দিল্লিতে। ফাল্গুণী ও শেন পিককের রূপোলি লেহেঙ্গা পরে ক্যাটওয়াক করলেন অভিনেত্রী।
মার্জার সরণী বেয়ে তাঁর সাবলীল হাঁটাচলা তাক লাগিয়ে দিয়েছে। আসলে নিজের কাজ নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী সারা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটল না।
কেদারনাথ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সারা আলি খান। ফিল্মি দুনিয়ায় এখন তাঁকে ঘিরে আগ্রহ দানা বেঁধেছে। এখন তো আজকল ২ সিনেমা ঘিরে অনুরাগী মহলে তিনি চর্চার বিষয় হয়ে রয়েছেন। এরইমধ্যে শুক্রবার রাতে একটি ফ্যাশন শো-তে মার্জার সরণীতে হাঁটলেন তিনি।