মুম্বই: মুক্তির অপেক্ষায় কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha)। সোমবার মুক্তি পেল ছবির নতুন গান 'পসুরি নু' (Pasoori Nu)। আলি শেঠি ও শেই গিলের (Ali Sethi and Shae Gil) গাওয়া জনপ্রিয় পাকিস্তানি গান 'পসুরি'র (Pasoori) রিমেক এটি। গানের নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh) ও তুলসী কুমার (Tulsi Kumar)। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই গান শেয়ার হতে কেমন প্রতিক্রিয়া (Netizens Reaction) মিলল দর্শকদের থেকে?


প্রকাশ্যে 'সত্যপ্রেম কি কথা' ছবির নতুন গান, প্রতিক্রিয়া নেটিজেনদের


অরিজিৎ সিংহ এই সময়ে ভারতীয় সঙ্গীত দুনিয়ার প্রথম সারির শিল্পীদের তালিকায় একেবারে শীর্ষের দিকে। এমন কোনও ছবি এখন বিশেষ তৈরিই হয় না যেখানে অন্তত একটা করে অরিজিতের কণ্ঠে গাওয়া গান নেই। 


সেই আবহেই মুক্তি পেল 'সত্যপ্রেম কি কথা' ছবির নতুন গান। গ্লোবাল হিট 'পসুরি' গানের নতুন সংস্করণ এটি। প্রসঙ্গত, মাস খানেক আগেই বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল আলি শেঠি ও শেই গিলের কণ্ঠে এই গান। ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এখনও শ্রোতাদের মনে এই গান টাটকা। তারই মধ্যে গানের নতুন হিন্দি সংস্করণ এল প্রকাশ্যে। গাইলেন অরিজিৎ সিংহ ও তুলসী কুমার। গানের লিরিক্স গুরপ্রীত সাইনি ও আলি শেঠি। সঙ্গীত পরিচালনা রোচক কোহলি ও আলি শেঠির। কিন্তু অরিজিতের কণ্ঠ ব্যবহার করা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় খুব সাদরে গৃহীত হল না নতুন 'পসুরি'। 


 



ছবির নির্মাতারা গান শেয়ার করে ইউটিউবে লেখেন, 'নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' থেকে নতুন গান 'পসুরি নু' প্রকাশ করা হল। নতুন করে শুনুন গ্লোবাল হিট! সত্যপ্রেমের ভূমিকায় কার্তিক আরিয়ান ও কথার চরিত্রে কিয়ারা আডবাণী...।' গানের ভিডিও পোস্ট করে গানের লাইন থেকে কার্তিক লেখেন, 'আধা হ্যায় দিল মেরা... পুরা তুমসে হোবে। ভালবাসার ম্যাজিক অনুভব করুন অরিজিতের জাদুর ছোঁয়ায়।'


গানে কার্তিক ও কিয়ারার মধ্যের রসায়ন দেখানো হয়েছে। বরফে ঢাকা পর্বতের সামনে দুই তারকার রোম্যান্সের দৃশ্য, নাচ ইত্যাদি দেখানো হয়েছে গানে। 


সবই ঠিক আছে, কিন্তু 'পসুরি' গানের রিমেক হওয়ার খবরটা বিশেষ ভালভাবে গ্রহণ করেননি অনুরাগীরা। এমনকী গানটি মুক্তি পাওয়ারও পরও তাঁদের মতের বিশেষ বদল হয়েছে বলে মনে হয় না, অন্তত গানের কমেন্ট অংশ তেমনই ইঙ্গিত দিচ্ছে। 


আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন


এক অনুরাগী যেমন লেখেন, 'আসল 'পসুরি'কে কেউ সরাতে পারবে না, ওটা আসল মাস্টারপিস।' অপর একজন লেখেন, 'নিঃসন্দেহে অরিজিৎ সিংহ দুর্দান্ত গায়ক। কিন্তু টি-সিরিজের এবার সত্যিই সুন্দর গানগুলি নষ্ট করা বন্ধ করা উচিত।' অপর একজন লেখেন, 'কোনও গানকে যদি খুন করা যায়, তাহলে এরা সেটা করে দেখিয়েছে।' একজন লেখেন, 'এমন একটা রিমেক যেটা কেউই চায়নি'। 


বিশ্বজুড়ে খ্যাতিপ্রাপ্ত পাকিস্তানি গান 'পসুরি'র রিমেক তৈরির জন্য অনেকেই দুষছেন মিউজিক লেবেলকে। অনেকে এটাও উল্লেখ করেছেন যে অরিজিৎ সিংহকে দিয়ে গাইয়েও আসল গানটির ধারেকাছে পৌঁছতে পারেননি তাঁরা। এক নেটিজেনের মতে এটি 'বলিউডের সবচেয়ে জঘন্য এক্সপেরিমেন্ট'।  


অরিজিন্যাল 'পসুরি' গানটি কোক স্টুডিও রিলিজ করেছিল। সেই গানের সুর, তাল, ভোকাল হারমনির সঙ্গে ইলেকট্রনিকার মিশেল, হালকা আরবি ছোঁয়ার সঙ্গে পাঞ্জাবী লোকগীতির সমন্বয় লাখ লাখ শ্রোতার মনে স্থায়ী জায়গা করে নেয়। অন্যদিকে সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত, সমীর বিদ্বানস পরিচালিত 'সত্যপ্রেম কি কথা' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৯ জুন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial