মুম্বই: গত শুক্রবার মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha)। বক্স অফিসে ভালই ব্যবসা করছে এই ছবি। দর্শক থেকে সমালোচক, সকলেই বেশ পছন্দ করছেন এই ছবি। দুই তারকাসহ ছবির টিম হাজির হচ্ছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে, কীরকম প্রতিক্রিয়া?
দর্শকদের থেকে 'স্ট্যান্ডিং ওবেশন' পেলেন কার্তিক-কিয়ারা
ছবি মুক্তির পর থেকে হঠাৎ হঠাৎই বিভিন্ন প্রেক্ষাগৃহে ঢুঁ মারছেন কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ান। দর্শকদের প্রতিক্রিয়া চাক্ষুষ করা, এটাই উদ্দেশ্য। সেরকমই মুম্বইয়ের এক প্রেক্ষাগৃহে হাজির হলেন তাঁরা।
রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে সিনেমা শেষ হওয়ার পরই প্রেক্ষাগৃহে প্রবেশ করছেন দুই তারকা। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'যখন দর্শক আমাদের উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান, তখনই উপলব্ধি করা যায় যে জাদু সৃষ্টি করা গেছে। এমন এক মুহূর্ত যা চিরকাল উপভোগ করা যায়। আমি শুধু সত্যপ্রেম কি কথা ছবির পুরো টিমের তরফে ধন্যবাদ বলতে চাই।'
একই ভিডিও পোস্ট করে কার্তিক লেখেন, 'এই স্ট্যান্ডিং ওবেশন শুধু সত্তু ও কথার জন্য নয়, এটা পুরো টিমের জন্য যাঁরা এই ফলের উদ্দেশ্যে দিনরাত এক করে কাজ করেছে। কৃতজ্ঞতা।' পর্দার সত্তু ও কথাকে সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন দর্শক। আট থেকে আশি, ফেটে পড়েন হাততালিতে। উঠে দাঁড়িয়ে (standing ovation) শুভেচ্ছা জানান। তারকা জুটি করজোরে ধন্যবাদ জানান সকলকে।
আরও পড়ুন: Health Tips: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'
এই ছবির গল্প এক বিবাহিত জুটির, গল্পের শুরুর দিকেই যাদের বিয়ে হয়ে যায়। এই ছবিতে নায়কের নাম সত্যপ্রেম ওরফে সত্তু আর নায়িকার নাম কথা। আইনের পরীক্ষায় ফেল করার পরে বাড়ির কথা মতো সত্যপ্রেম ওরফে কার্তিক বিয়েতে রাজি হয়। কথা ওরফে কিয়ারা ধনী পরিবারের মেয়ে। অন্যদিকে কথার একটি প্রেমের সম্পর্ক ভেঙে যায়। তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাঁর। এই পরিস্থিতিতে বিয়ে হয় কথা ও সত্যপ্রেমের, তারপরে প্রেম। প্রথমে অবশ্য এই বিয়েতে রাজি ছিল না কথা। কিন্তু বিয়ের পরে প্রকাশ্যে আসে এমন সব ঘটনা, যেগুলো তোলপাড় ফেলে দেয় তাদের সম্পর্কে। কী সেই ঘটনা, তা দেখার জন্য অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে। এবিপি লাইভের রিভিউ অনুযায়ী, রোম্যান্টিক ছবির মোড়কে এই গল্প একটি বড় সামাজিক বার্তা দেয়। ট্রেলার দেখে বোঝাই যায় না, যে ছবিতে এমন একটি গভীর বার্তা রয়েছে। ছবির গল্পে বাঁক আপনাকে চমকে দেবেই। গল্পে অনেক নতুন নতুন বিষয় রয়েছে, যেটা প্রথম থেকে দেখো বোঝা সম্ভবই নয়। কার্তিক আর কিয়ারার এই ছবি পরিবারের সঙ্গে দেখা উচিত কারণ এই ছবির বার্তা সমস্ত পরিবারের কাছে পৌঁছনো উচিত। কার্তিক ও কিয়ারা এই ছবিতে অনুরাগীদের জন্য একটা 'ভিস্যুয়াল ট্রিট' তো বটেই।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন