মুম্বই: বেশ কিছুদিন আগে কর্ণ জোহরের প্রোডাকশনের ছবি 'দোস্তানা টু' থেকে বাদ পড়েন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে, পেশাদার কারণের জন্য ছবি নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন যে, দোস্তানা টু-এর মুখ্য চরিত্রের অভিনেতারা পরিবর্তিত হবেন। পেশাদার কারণের জন্যই মর্যাদার রক্ষা করা তাঁদের কর্তব্য। তাই তাঁরা এই বিষয়ে নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই ছবিতে কোন অভিনেতাদের দেখা যাবে, তা পরবর্তীতে ঘোষণা করা হবে। ধর্মা প্রোডাকশনের এমন ঘোষণার পর বেশ কিছুদিন পেরিয়ে গিয়েছে। ছবি নির্মাতাদের মতোই নীরব ছিলেন ছবি থেকে বাদ পড়া কার্তিক আরিয়ান। যদিও কঙ্গনা রানাউতের মতো বলিউডের অনেকেই এই বিষয়ে সরব হন। এবং প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও বহুবার এমনটা করা হয়েছে বলে দাবি তুলে তাঁরা নেপোটিজম বক্তব্য তুলে ধরেন। সম্প্রতি একটি সাক্ষাতকারে 'দোস্তানা টু' থেকে বাদ পড়ার প্রসঙ্গে নিজের বক্তব্য রাখলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।


সদ্যই মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ধামাকা'। এই প্রথমবার চকোলেট বয় ইমেজ ছেড়ে কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। যদিও ছবিটি সিনেমাহলে নয়, মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। সম্প্রতি একটি সাক্ষাতকারে কার্তক আরিয়ান 'দোস্তানা টু' ছবি থেকে বাদ পড়ার প্রসঙ্গে জানান, কোনও ছবি থেকে বাদ পড়ার পর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে তাঁর পরিবারের সদস্যদের উপর। তিনি আরও জানান, তিনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেখানে এমন ঘটনা ঘটতেই পারে। ইন্ডাস্ট্রির কাছে এমন ঘটনার কোনও মূল্য না থাকলেও যাঁর সঙ্গে এমনটা হয়, তাঁর পরিবারের সদস্যরা চিন্তায় থাকেন। এরইসঙ্গে কার্তিক আরিয়ান জানান, তিনি নিজের অভিনয় সত্ত্বাকে আরও ধারালো করে তুলবেন এবং পরবর্তীতে আরও দক্ষভাবে অভিনয় করার চেষ্টা চালিয়ে যাবেন। 


আরও পড়ুন - 'ধামাকা' মুক্তির আগে গণেশের বাহনের কানে কানে কী বললেন কার্তিক আরিয়ান?


'দোস্তানা টু' থেকে বাদ পড়লেই কার্তিক আরিয়ানের হাতে এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছে। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর ভিন্ন স্বাদের ছবি 'ধামাকা'। এছাড়াও তাঁকে খুব শীঘ্রই হরর ড্রামা 'ভুলভুলাইয়া টু'তে দেখা যাবে। অনীশ বাজমির পরিচালিত এই ছবিতে তাঁকে কিয়ারা আডবাণী এবং তব্বুর সঙ্গে দেখা যাবে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আলায়া এফ-র বিপরীতে 'ফ্রেডি', কৃতী শ্যাননের বিপরীতে 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া'র মতো একাধিক ছবির কাজ।