মুম্বই: খুব শীঘ্রই মুক্তি পাবে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) নতুন ছবি 'ধামাকা' (Dhamaka)। যদিও সিনেমাহলে নয়। এই ছবি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। স্বাভাবিকভাবেই নতুন ছবি নিয়ে বেশ উদ্বিগ্ন অভিনেতা। প্রথমবার কোনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে অভিনয় করছেন 'লুকা ছুপি' অভিনেতা। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পরিচালক রাম মাধবনীর নতুন ছবি 'ধামাকা'র টিজার ও ট্রেলার। আর টিজার এবং ট্রেলারের মাধ্যমেই পরিচালক দর্শকদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছেন যে, তাঁর নতুন ছবি বেশ ধামাকাদার হতে চলেছে।
আরও পড়ুন - প্রিয়জনকে হারালেন কুনাল খেমু, সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ল একরাশ বেদনা
'ধামাকা' মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিওর মাধ্যমে আকর্ষণ তৈরি করেছে 'ধামাকা' নির্মাতারা। কখনও টেলিভিশন অ্যাঙ্করের চরিত্রে কার্তিক আরিয়ানকে দেখা যাচ্ছে। তো কখনও ছবির অন্য কোনও গুরুত্বপূর্ণ দৃশ্য দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। সম্প্রতি কার্তিক আরিয়ান নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন, যা দেখলে আপনার গায়ে কাঁটা দেবে। পেশা কিংবা কেরিয়ার বা একটা ভালো চাকরির জন্য কত মানুষকে কত কিছু করতে হয়। প্রশ্ন তুলে দিয়েছেন কার্তিক আরিয়ান।
সম্প্রতি যে ভিডিও বার্তা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেছেন কার্তিক আরিয়ান, তার সঙ্গে সেখানে তিনি লিখেছেন, 'কিছু পাওয়ার জন্য কত কিছু হারাতে তৈরি আপনি?' কার্তিক আরিয়ানের এই ভিডিও দেখে শুধু অনুরাগীরাই কমেন্ট করেননি। শুভেচ্ছা জানিয়েছেন এবং প্রশংসা করেছেন বলিউডের অন্যান্য তারকারাও। স্ক্রিন রাইটার অসীম অরোরা কমেন্টে লিখেছেন, 'অসাধারণ ডায়লগ বলার স্টাইল। শ্রুতিমধুর। দুর্দান্ত।' আগামী ১৯ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে বহু প্রতিক্ষীত ছবি 'ধামাকা'। কার্তিক আরিয়ান ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ম্রুণাল ঠাকুর এবং অম্রুতা সুভাষকে। 'নীরজা', 'আরিয়া'র পর 'ধামাকা' ছবি দিয়ে ফেরে বলিউডে ধামাকা করতে আসছেন পরিচালক রাজ মাধবনী।
বলিউডের নতুন প্রজন্মের নায়কদের মধ্যে উল্লেখযোগ্যভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। 'ধামাকা' ছাড়াও তাঁর হাতে এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছে। 'ক্যাপ্টেন ইন্ডিয়া', 'ফ্রেডি', 'শেহজাদা' এবং 'ভুলভুলাইয়া টু'-র মতো ছবিতে খুব শীঘ্রই দেখা যাবে তাঁকে।