Kartik Aaryan: যদি কোনওদিন কৃতী হয়ে ঘুম ভাঙে, তাহলে কী করতে চান কার্তিক?

কৃতী শ্যানন (Kriti Sanon) এবং কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) বন্ধুত্বের কথা অজানা নয় অনুরাগীদের। 'লুকা ছুপি' ছবিতে কৃতী এবং কার্তিকের জুটি প্রশংসিত হয়।

Continues below advertisement

মুম্বই: বলিউড অভিনেত্রী কৃতী শ্যাননের (Kriti Sanon) ফিটনেসের কথা বি টাউনে বেশ চর্চিত। ফিট থাকার জন্য নিয়মিত শরীরচর্চা করেন অভিনেত্রী। শরীরচর্চার জন্য এতটা প্যাশনেট অভিনেত্রী যে, কোথাও ছুটি কাটাতে গেলেও সকালে উঠে আগে শরীরচর্চা করেন। শীঘ্রই কৃতী শ্যাননকে দেখা যাবে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) বিপরীতে 'শেহজাদা' ছবিতে। ছবির শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে। এখন শুধু মুক্তির অপেক্ষা।

Continues below advertisement

কৃতী শ্যানন এবং কার্তিক আরিয়ানের বন্ধুত্বের কথা অজানা নয় অনুরাগীদের। 'শেহজাদা' ছবি ছাড়াও তার আগে পর্দায় জুটি বেঁধেছেন তারা। 'লুকা ছুপি' ছবিতে কৃতী এবং কার্তিকের জুটি প্রশংসিত হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে জিজ্ঞাসা করা হয় যে, যদি কোনওদিন তিনি ঘুম থেকে উঠে দেখেন যে তিনি কৃতী শ্যানন হয়ে গিয়েছেন, তাহলে সবার আগে কোন কাজটা করবেন।

সাক্ষাৎকারে মজার উত্তর কার্তিক আরিয়ানের-

সাক্ষাৎকারে সেই প্রশ্নের মজাদার উত্তর দেন কার্তিক আরিয়ান। যা শুনে হাসি চেপে রাখতে পারলেন না অনুরাগীরা। কার্তিক বলেন, 'অবশ্যই শরীরচর্চা। আজকার ও (কৃতী শ্যানন) অনেক শরীরচর্চার ভিডিও পোস্ট করছে। তাহলে হয়তো উঠেই শরীরচর্চা করতে চলে যাব।' অভিনেতা আরও জানান, কৃতী অত্যন্ত নিয়ম মেনে চলা মানুষ। আর অনেক স্ক্রিপ্ট পড়ে। সেই অনুযায়ী তিনিও সারাদিন স্ক্রিপ্ট পড়তে থাকবেন।

আরও পড়ুন - Happy Birthday Madhuri Dixit: মাধুরী দীক্ষিত অভিনীত যে গানগুলি আজও অনুরাগী মনে ঝড় তোলে

প্রসঙ্গত, কৃতী শ্যাননের হাতে এই মুহূর্তে একাধিক ছবির কাজ রয়েছে। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'গণপত', 'ভেড়িয়া', 'আদিপুরুষ', 'শেহজাদা' এবং নাম ঠিক না হওয়া একটি ছবিতে। অন্যদিকে, কার্তিক আরিয়ানের হাতেও রয়েছে একাধিক ছবি। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'ভুলভুলাইয়া টু', 'শেহজাদা', 'ক্যাপ্টেন ইন্ডিয়া' এবং আরও বেশ কিছু ছবিতে। চলতি মাসেই মুক্তি পাবে তাঁর আগামী ছবি 'ভুলভুলাইয়া টু'। এই ছবিতে কার্তিক আরিয়ানকে দেখা যাবে কিয়ারা আডবাণীর সঙ্গে।

Continues below advertisement
Sponsored Links by Taboola