Spam Calls in iPhone: স্প্যাম কলে অতীষ্ঠ হয়ে উঠছে জীবন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে করতে পারেন এই কাজ। তাহলেই সহজে আটকানো যাবে এই বিরক্তিকর কলগুলি।
Spam Calls: কীভাবে আরও সক্রিয় হয়ে উঠেছে স্প্যাম কলাররা ?
বর্তমানে এই স্প্যাম কলগুলি এড়ানো আরও কঠিন হয়ে উঠছে৷ আগে স্প্যাম কলগুলিকে "অজানা নম্বর" হিসাবে চিহ্নিত করত ইউজাররা। সেই ক্ষেত্রে স্প্যাম কলগুলি বিপণন কল না আসল কল তা নির্ধারণ করা তুলনামূলকভাবে সহজ ছিল। সম্প্রতি স্প্যামাররা স্প্যাম ফিল্টারগুলিকে বাইপাস করতে শিখে গিয়েছে। ফলে এই স্প্যাম কলের মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতছে জালিয়াতরা৷ অনেক সময় বন্ধুর নম্বর ভেবে এই ধরনের ভুয়ো কল ধরে ফেলছেন অনেকেই।
Apple iPhone: কীভাবে হবে সমস্যার সমাধান ?
আপনি যদি এই স্প্যাম কলগুলিতে ক্লান্ত হয়ে থাকেন, তবে আপনার আইফোনে স্প্যাম কলগুলি ব্লক করতে পারেন। TrueCaller সহ কয়েকটি অ্যাপ আছে, যেগুলো আপনি আপনার iPhone এ স্প্যাম কল ব্লক করতে ব্যবহার করতে পারেন। কিন্তু স্প্যামার বা স্ক্যামারদের থেকে ইনকামিং কল ব্লক করতে iOS-এর ইনবিল্ড স্প্যাম কল ফিল্টারিং রয়েছে।
Spam Calls: কীভাবে আইফোনে স্প্যাম নম্বর ব্লক করবেন ?
প্রথমে আপনার আইফোনে ফোন অ্যাপটি খুলুন।
এবার Recents-এ প্রেস করুন ও i বোতাম টিপুন।
এবার নিচে স্ক্রোল করুন ও নম্বর ব্লক করতে Block this caller-এ প্রেস করুন।
এই কাজ হয়ে গেলে আপনার ব্লক করা নম্বর থেকে আপনি কোনও নোটিফিকেশন পাবেন না।
আপনি যদি চান ব্লক করা নম্বরগুলি পর্যালোচনা করতে পারেন ও আবার কলগুলি পেতে নম্বর আনব্লক করতে পারবেন৷
Follow the steps: কীভাবে আনব্লক করবেন এই কল
আপনার আইফোনে সেটিংস খুলুন।
এখন ফোনে ট্যাপ করুন।
এখন ব্লক পরিচিতি নির্বাচন করুন ও ওপরের ডান দিকের কোণায় এডিট অপশনে ক্লিক করুন।
শেষে নম্বরটি আনব্লক করতে নম্বরের পাশে '-' আইকনে চাপ দিন।
আরও পড়ুন : Cyber Fraud: অজান্তেই ফাঁকা হবে অ্যাকাউন্ট , সর্বশিক্ষা অভিযানের নামে চলছে প্রতারণাচক্র