মুম্বই: সামনেই মুক্তি পাচ্ছে কার্তিক আরিয়ান অভিনীত ‘পতি পত্নী অউর ও’। ছবির প্রমোশন নিয়ে এখন খুবই ব্যস্ত তারকারা। ছবির পাশপাশি জনপ্রিয় তারকার কার্তিকের জীবনে উঁকিঝুঁকি মারার ইচ্ছেও কারও কম নয়। তাই বিভিন্ন সাক্ষাৎকারে কার্তিককে তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়েও প্রশ্ন করা হচ্ছে। কার্তিক ও সারা আলি খানের সম্পর্ক নিয়ে ফিল্মটাউনে চর্চা বহুদিনের । সম্প্রতি নাকি একে অপরের থেকে দূরে সরে গিয়েছেন তারা, জল্পনা ছিল এমনটাই। তবে কার্তিকের কথা অবসান হল সেই জল্পনার। কাকে স্ত্রী হিসেবে দেখতে চান? এক সাক্ষাৎকারে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিন তার উদ্দেশে। উত্তরের অপশনও দেওয়া হয়েছিল। তালিকায় ছিল কিয়ারা, সারা, তারা ও নুসরত বরুচার নাম।
এঁদের মধ্যে কাকে কাকে ‘পত্নী’ হিসেবে বেছে নেবেন কার্তিক, কাকে রাখবেন ‘ও’ হিসেবে? শুনুন কী উত্তর দিলেন তিনি!
কার্তিক আরিয়ান অভিনীত ‘পতি পত্নী অউর ও’ আগামী ৬ ডিসেম্বর মুক্তি পাবে। ছবিতে কার্তিকের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকর। ছবি দেখতে এখন থেকেই মুখিয়ে আছেন, কার্তিক অনুরাগীরা।