মুম্বই: 'আগামী গুজরাত ও রাজস্থান নির্বাচনে ভালো ফল করার জন্য 'দ্য কাশ্মীর ফাইলস'-কে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। কিন্তু এটা কেবলই একটা ছবি আর এটা কোনও দলকে নির্বাচনে সুবিধা দেবে বলে মনে হয় না', বলছেন শিবসেনা মুখ্য মুখপাত্র সঞ্জয় রাউত।


রুপোলি পর্দা থেকে বেরিয়ে কার্যত রাজনীতির ময়দানে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। রোজ নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তবে এই ছবি নিয়ে রাজনৈতিক বিতর্কও কম হচ্ছে না।  সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজ, রবিবার, শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, 'কাশ্মীর ফাইলস কেবল একটা ছবি মাত্র। আমার মনে হয় না আগামী নির্বাচনে এই ছবিকে কোনও দলকে বিশেষ সুবিধা দেবে।' এরপরেও রাউত জানিয়েছেন, এই ছবির বিষয় নিয়ে বিতর্ক থাকবেই।


আজ রাউত আরও বলেন, 'ছবিতে যা যা দেখানো হয়েছে, তা পরে আলোচনা করা যাবে। ছবিতে এমন অনেক কিছুই দেখানো হয়েছে যার ওপর প্রশ্ন করা যায়। অনেকেই বলেছেন কিছু জিনিস দেখানো উচিত হয়েছে বা হয়নি। সেইসময় মুসলিমরাও মারা গিয়েছিলেন। অনেকের জীবনও বাঁচিয়েছিলেন মুসলিমরা। এই বিষয়গুলোও ছবিতে থাকতেই পারত কিন্তু দেখানো হয়নি।'


আরও পড়ুন: দার্জিলিংয়ে টোটা, সৃজিত, অনির্বাণ, আগামীকাল থেকে শুরু ফেলুদার শ্যুটিং


'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। ১১ মার্চ মুক্তির পর থেকে সিনেমাটি এক এক করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র সাত দিনে ১০০ কোটি টাকার ব্যবসা অতিক্রম করার পর, 'দ্য কাশ্মীর ফাইলস' এখন ১৫০ কোটি টাকাও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।


নবম দিনে, এই ছবি ২৪.৮০ কোটি টাকা আয় করেছে। এই পর্যন্ত মোট বক্স অফিস কালেকশন ১৪১.২৫ কোটি টাকা। ১১ মার্চ মুক্তিপ্রাপ্ত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি মূলত কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের নিয়ে তৈরি। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী জোশী। দ্বিতীয় উইকেন্ডের আগেই ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে এই ছবি। শুধুমাত্র নবম দিনেই ছবিটি ২৪.৮০ কোটি টাকা আয় করেছে, যা এখনও পর্যন্ত এই ছবির এক দিনের সংগ্রহের নিরিখে সর্বোচ্চ। সুতরাং, ছবিটির বক্স অফিসের মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৪১.২৫ কোটি টাকায়। রবিবার বাদ দিয়ে সোমবারের মধ্যে এই ছবি ১৭৫ কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে।