কলকাতা: রাজা চন্দ (Raja Chanda) নির্মীত 'কাটাকুটি' যথেষ্ট মনে ধরেছিল দর্শকদের। জনপ্রিয়তাও পেয়েছিল। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই আসছে এই ওয়েব সিরিজের দ্বিতীয় অধ্যায়। ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মের জন্য শ্যুটিং চলছে রাজা চন্দের নতুন ওয়েব সিরিজের। একটি মনস্তাত্ত্বিক থ্রিলার নিয়ে এগিয়ে যাবে এই সিরিজের গল্প। তবে পরিচালক আগেই আভাস দিয়েছিলেন, এই সিজনে বদলে যাবে আগের সিজনের মুখেরা। সেই মতো, 'কাটাকুটি ২'-তে দেখা যাবে একেবারে নতুন মুখেদের। নতুন সিজনে দেখা যাবে, সুব্রত দত্ত , অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী , শুভ্রজিত দত্ত , শ্রীজা ভট্টাচার্য , পূষান দাশগুপ্ত , রানা বসু ঠাকুর, জয়তী চক্রবর্তী , আলকারিয়া হাশমী ও অলকনন্দা রায়কে। 

Continues below advertisement

ওয়েব সিরিজটির প্রযোজনা করছে, রাজা চন্দ ফিল্ম্স। চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন, রুদ্রদীপ চন্দ। মূল গল্প, রম্বাসের। গল্পের শুরু হয় সমীর মন্ডলের জেলমুক্তি দিয়ে। নন্দিনী যে স্কুল বাসে যেত, তারই ড্রাইভার ছিল সমীর। সেই নন্দিনীকে খুনের অভিযোগে ৭ বছর জেল খেটেছে সে। আদালত সাক্ষ্যপ্রমাণের অভাবে তাঁকে মুক্তি দিলেও, সমাজ এবং তাঁর নিজের পরিবার তাঁকে গ্রহণ করতে অস্বীকার করে । সমীরের স্ত্রী সুষমা এখন সমীরেরই বন্ধু অশোকের বিবাহিতা স্ত্রী, এবং সমীরের মেয়ে তুলি এখন অশোককেই নিজের বাবা বলে জানে।

অন্যদিকে, সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন মনে করেন, সমীর মণ্ডল নির্দোষ। তারা ওই ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করতে নিজেদের মতো করে একটি তদন্ত শুরু করে। তদন্তে নেমে তারা জানতে পারে, সুন্দরবনের হাজিডিঙ্গা গ্রামের বিন্তি নামক এক কিশোরীর পুরনো খুনের মামলার। এই বিন্তির খুনের মামলার সঙ্গে নন্দিনী খুনের অদ্ভুত মিল রয়েছে। এই ২ জনই ছিল বাঁ-হাতি শিল্পী এবং তাঁরা পায়ে রুপোর নুপূর পরত। তদন্তের সূত্র ধরে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে রঙিন-এর নাম । ধ্রুব একজন আর্ট টিচার, যাঁর শৈশব কেটেছে, বুল্টি নামক এক মহিলার হাতে চরম নির্যাতনের মধ্যে। সেই পুরনো ট্রমা থেকেই ধ্রুব সেইসব তরুণী শিল্পীদের টার্গেট করে, যাদের মধ্যে সে বুল্টির ছায়া দেখতে পায়।

Continues below advertisement

এরপরে কোন দিকে মোড় নেবে গল্প, সেটা জানতে গেলে চোখ রাখতে হবে ওয়েব সিরিজে। গল্পে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে, অমৃতা চট্টোপাধ্যায়কে। তাঁর সহকারী, টিনটিনের চরিত্রে দেখা যাবে পূষান দাশগুপ্তকে। অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।