মুম্বই: ৩৯ বছরে পা দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। ব্রিটিশ (British) নাগরিক ক্যাটরিনা মূলত কাজ করেন হিন্দি ছবিতে। আজ তাঁর জন্মদিনে (Katrina Kaif Birthday) রইল অভিনেত্রী সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য।


ক্যাটরিনা কাইফের জন্ম-বৃত্তান্ত


১৯৮৩ সালের ১৬ জুলাই হংকং-এ জন্ম নেন ক্যাটরিনা। এরপর একাধিক দেশে থেকেছেন তিনি এবং অবশেষে লন্ডনে এসে পৌঁছন তিন বছরের জন্য। টিনএজার থাকাকালীন প্রথম মডেলিংয়ে সুযোগ পান বলি সুন্দরী। এরপর মডেলিংকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। 


মডেল থেকে অভিনয় জগতে


লন্ডনের এক ফ্যাশন শোয়ে ভারতীয় পরিচালক কাইজাদ গুস্তাদের নজরে পড়েন তিনি। ওই পরিচালকই তাঁকে ২০০৩ সালে 'বুম' (Boom) ছবির জন্য বেছে নেন। তবে সেই ছবি বাণিজ্যিক দিক থেকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। 


এরপর ভারতে সাফল্যের সঙ্গে মডেলিং করতে শুরু করেন ক্যাট। তবে হিন্দি ভাষায় সাবলীল না হওয়ার জন্য প্রথম দিকে বলিউডে ছবির কাজ পেতে তাঁর বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। ২০০৪ সালে তেলুগু ছবি 'মালিশ্বরী'-তে কাজ করার পর বলিউডে বেশ কিছু সফল রোম্যান্টিক কমেডি ছবিতে কাজ করেন তিনি। ২০০৫ সালের 'ম্যায়নে পেয়ার কিউঁ কিয়া?', ২০০৭ সালের 'নমস্তে লন্ডন' তার মধ্যে অন্যতম। এরপর একাধিক সফল ছবিতে তিনি কাজ করলেও তাঁর অভিনয় ক্ষমতা, একই ধরনের চরিত্র ও পুরুষ-আধিপত্য সম্পন্ন ছবিতে কাজের জন্য সমালোচিতও হন। 


২০০৯ সালের 'নিউ ইয়র্ক' বা ২০১১ সালের 'মেরে ব্রাজার কি দুলহন' ছবিতে ক্যাটের অভিনয় অনেক বেশি সমাদৃত হয়। একে একে বিভিন্ন পুরস্কার বিতরণীতে তিনি মনোনীতও হতে শুরু করেন। এই সময়ে একাধিক বক্স অফিসে সফল ছবিতে কাজ করেন তিনি। 'আজব প্রেম কি গজব কাহানি', 'রাজনীতি', 'জিন্দেগি না মিলেগি দোবারা' অন্যতম। ২০১২ সালের 'এক থা টাইগার', ২০১৩-র 'ধুম ৩', ২০১৪ সালের 'ব্যাং ব্যাং' তাঁকে প্রবল সাফল্য এনে দেয়। ভারতীয় চলচ্চিত্রের তালিকায় সবচেয়ে বেশি ব্যবসা করা ছবির তালিকায় নাম ওঠে এগুলোর।



তবে এরপর ফের অভিনেত্রীর কেরিয়ারে ভাটা পড়তে শুরু করে। একের পর এক অসফল ছবি দেখা যায়। তবে 'টাইগার জিন্দা হ্যায়', 'সূর্যবংশী' বা 'ভারত' ছবিগুলি বেশ ভালই ব্যবসা করেছে।


অভিনেত্রীর জনপ্রিয়তা


মাত্র ১৪ বছর বয়সে হাওয়াইয়ের এক বিউটি কনটেস্টে বিজয়ী হন অভিনেত্রী। কেরিয়ার শুরু করেন এক গয়নার সংস্থার মডেল হিসেবে। সেই থেকে পেশা হিসেবে মডেলিং শুরু করেন তিনি। প্রায়ই তাঁকে 'লন্ডন ফ্যাশন উইক'-এ দেখা যেত।


মিডিয়ার কাছে বেশ জনপ্রিয় ক্যাটরিনা। সবচেয়ে জনপ্রিয় বা আকর্ষণীয় তারকাদের তালিকাদের মধ্যে প্রায়ই ক্যাটরিনাকে দেখা যায়। একাধিক পণ্যের বিজ্ঞাপনেও তাঁকে দেখা যায়। ২০১৯ সালে ক্যাটরিনা নিজের একটি প্রসাধনী সামগ্রীর সংস্থা শুরু করেন। এছাড়া ক্যাটরিনা তাঁর মায়ের ভারতে চলা বিভিন্ন দাতব্য ত্রাণ প্রকল্প যেগুলি গরিব শিশুদের নিয়ে কাজ করে, সেগুলির সঙ্গে জড়িত। 


ব্যক্তিগত জীবন


ক্যাটরিনার বাবা মহম্মদ কাইফ ছিলেন কাশ্মীরে জন্মানো ব্রিটিশ ব্যবসায়ী। তাঁর মা সুজ্যান একজন ইংরেজ আইনজীবী ও সমাজকর্মী। ক্যাটরিনার মোট ৭জন ভাইবোন রয়েছে। 


নিজের ব্যক্তিগত জীবন গোপনে রাখতে চাইলেও তা মিডিয়ার নজরে পড়ে গেছে একাধিকবার। ২০০৩ সালে প্রথম শোনা যায় সলমন খানের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কের কথা। তবে সেই সম্পর্ক ভাঙার কয়েক বছর পর তা নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। প্রেম ভাঙলেও বন্ধুত্বের সম্পর্ক তাঁদের রয়েছে এখনও। এরপর রণবীর কপূরের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাঁর। তাঁদের একসঙ্গে ছুটি কাটানোর ছবিও লিক হয়ে যায়। ২০১৬ সালে সালে তাঁদের সম্পর্ক ভাঙে। এরপর ২০২১ সালের ৯ ডিসেম্বর বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাড়ম্বরে বিয়ে সারেন ক্যাটরিনা। রাজস্থানে কড়া নিরাপত্তার মধ্যে বিয়ে হয় তাঁদের। 


আরও পড়ুন: Weekly OTT Release: সপ্তাহের শেষে দেখে নিতে পারেন সদ্য মুক্তি পাওয়া কী কী সিনেমা আর ওয়েব সিরিজ, রইল তালিকা


প্রসঙ্গত, ক্যাটরিনার আগামী ছবি 'ফোন ভূত'-এর মুক্তির নতুন তারিখ ঘোষণা হয়েছে। শ্যুটিং চলছে 'টাইগার ৩', 'মেরি ক্রিসমাস'। এছাড়া তাঁকে দেখা যাবে ফারহান আখতারের 'জি লে জ়রা' ছবিতে।