Phone Bhoot Release: ২০২২ সালের জুলাইয়ে মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফের 'ফোন ভূত', ঘোষণা হল তারিখ

Phone Bhoot Release: ফিল্ম সমালোচক তরণ আদর্শ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'সার্কাস' ও 'ফোন ভূত' দুই ছবিরই মুক্তির তারিখ ঘোষণা করেন। ২০২২ সালের জুলাইয়ে একই দিনে দুই ছবির মুক্তি।

Continues below advertisement

নয়াদিল্লি: ১৫ জুলাই ২০২২ (15 July, 2022) সালে মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফ অভিনীত 'ফোন ভূত' (Katrina Kaif starrer 'Phone Bhoot')। একই দিনে মুক্তি পাবে রণবীর সিংহ অভিনীত 'সার্কাস' (Ranveer Singh starrer 'Cirkus')। ছবির নির্মাতা মুক্তির তারিখ ঘোষণা করেছেন সম্প্রতি। গুরমিত সিংহের (Gurmmeet Singh) পরিচালনায় হরর কমেডি ঘরানার ছবি 'ফোন ভূত'-এ ক্যাটরিনার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করবেন সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও ইশান খট্টর (Ishaan Khatter)। অন্যদিকে 'সার্কাস' ছবিতে রণবীর সিংহের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), পূজা হেগড়ে (Pooja Hegde) ও বরুণ শর্মাকে (Varun Sharma)। 

Continues below advertisement

ফিল্ম সমালোচক ও অ্যানালিস্ট তরণ আদর্শ (Trade analyst Taran Adarsh) সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'সার্কাস' ও 'ফোন ভূত' দুই ছবিরই মুক্তির তারিখ ঘোষণা করেন। ২০২২ সালের জুলাইয়ে একই দিনে দুই ছবির মুক্তি। করোনা অতিমারীর কারণে দুটি ছবির কাজই বারবার পিছিয়ে গেছে। ফলে সামনের বছর জুলাইয়ে বলিউডে বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

 

 

করোনা মহামারীর বাধা কাটিয়ে ফের সিনেমা হল খোলার সঙ্গে সঙ্গে একে একে ছবি মুক্তির তারিখ ঘোষণা করছেন প্রযোজক ও পরিচালকেরা। অন্যদিকে 'সূর্যবংশী'-র দুর্দান্ত সাফল্যের পর 'সার্কাস' ছবি নিয়ে বেশ আশাবাদী তিনি। শ্যুটিং শুরু করছেন উটিতে, ১ ডিসেম্বর থেকে। 

আরও পড়ুন: ABP Exclusive: 'অভিযাত্রিক'-এর সফরে অর্জুনদা, অর্পিতাদির থেকে অভিনয়ের খুঁটিনাটি শিখেছি'

Continues below advertisement
Sponsored Links by Taboola