কলকাতা: হাইকোর্টে পিছোল এসএসসি-র (SSC) গ্রুপ ডি (Group D) কর্মী নিয়োগ-দুর্নীতি মামলা। ইন্টারনেট (Internet) বিভ্রাটের কারণে পিছিয়ে গেল শুনানি। এর আগে সিঙ্গল বেঞ্চের সিবিআই (CBI) অনুসন্ধানের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করে বিচারপতি হরিশ টন্ডন (Justice Harish Tandon) ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর (Justice Rabindranath Samanta) ডিভিশন বেঞ্চ। আজ থেকে সেই মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হওয়ার কথা ছিল। এর পাশাপাশি, এসএসসি-র গ্রুপ ডি কর্মী নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চ যাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল, তাঁদের একাংশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। আজ সেই মামলারও শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু ইন্টারনেট-বিভ্রাটের জেরে পিছিয়ে গেল মামলা। আগামী সোমবার পরবর্তী শুনানি।
ইন্টারনেট পরিষেবা বিভ্রাটের জেরে এবার প্রভাব পড়ল কলকাতা হাইকোর্টের শুনানিতে। আর তাই পিছিয়ে গেল এসএসসির গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। ৬ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। একইসঙ্গে অন্যান্য মামলার শুনানিতেও প্রভাব পড়ল সপ্তাহের শুরুতে।
স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এদিন পূর্ণাঙ্গ মামলার শুনানি শুরুর কথা ছিল।পাশাপাশি যাঁদের নিয়োগে দুর্নীতির অভিযোগে সিঙ্গল বেঞ্চ বেতন বন্ধের নির্দেশ দিয়েছিল, তাঁদের একাংশও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। সেই মামলার শুনানিও হওয়ার কথা ছিল সোমবার।
কিন্তু ইন্টারনেট বিভ্রাটের জেরে শুনানিতে সমস্যা দেখা দেয়। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল দুর্নীতি নিয়ে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। তিনি শুনানিতে অংশ নিতে পারেননি।পরিস্থিতি বিচার করে শেষপর্যন্ত শুনানি পিছিয়ে দেয় আদালত। আগামী ৬ ডিসেম্বর ফের এই মামলার সওয়াল-জবাব শুনবে হাইকোর্ট।
আরও পড়ুন: SSKM Update: দেশজুড়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারদের কর্মবিরতি, প্রভাব পড়ল রাজ্যেও