‘জিরো’ ছবিতে শাহরুখ নন, কার সঙ্গে প্রেম করছেন ক্যাটরিনা জানেন, চমকে যাবেন!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2018 12:09 PM (IST)
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
মুম্বই: শাহরুখ খান, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জিরো’ ছবিতে সকলেই ভেবেছিলেন বাদশার সঙ্গে প্রেম করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। কিন্তু সূত্রের দাবি, শাহরুখ নন, ছবিতে ক্যাট রোম্যান্স করবেন তাঁরই ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির সহঅভিনেতা অভয় দেওলের সঙ্গে। প্রসঙ্গত, শাহরুখের ‘জিরো’ এবছর অন্যতম দীর্ঘ প্রতিক্ষীত ছবির একটি। এই ছবিকে কেন্দ্র করে বক্স অফিসের প্রত্যাশাও বিরাট। ছবিতে একজন বেঁটে বামুনের ভূমিকায় দেখা যাবে কিং খানকে। অনুষ্কা রয়েছেন একজন বিজ্ঞানীর চরিত্রে। ক্যাট ছবিতেও একজন অভিনেত্রীর চরিত্রেই রয়েছেন, যিনি মদের নেশায় আসক্ত। ২০১৮ সালের ডিসেম্বর ২১ তারিখ পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি।