মুম্বই: গত বছর একেবারে শেষের দিকে বিয়ে সেরেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বিয়ের পর সামান্য বিরতি নিয়েই ফের কাজে যোগ দিয়েছেন তাঁরা। তাই কাজের থেকে সামান্য ছুটি পেলেই তাঁরা বেরিয়ে পড়েন বেড়াতে। সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখতেই দেখা গেল বেশ কিছু ছবি। প্রকৃতির কোলে ছুটি উপভোগ করছেন তাঁরা।
ছুটি কাটাতে গিয়ে ছবি পোস্ট ভিকি-ক্যাটরিনার-
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডলে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। ছবিগুলির কোনওটিতে ক্যামেরাবন্দি হয়েছে প্রকৃতির মনোরম পরিবেশ। আবার কোনওটিতে ক্যাটরিনা কাইফের বসে থাকার ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে 'সূর্যবংশী' অভিনেত্রী কোলে মাথা রেখে শুয়ে রয়েছেন ভিকি। নেট মাধ্যমে সেই ছবি পোস্ট হতেই তাতে লাইক কমেন্টে ভরে গিয়েছে। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য় তারকারা তাঁদের রোম্যান্টিক মেজাজের ছবিতে ভালোবাসা জানিয়েছেন।
গত বছর অর্থাৎ ২০২১ সালের ৯ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। রাজস্থানের সাতশো বছরের পুরনো সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বসেছিল তাঁদের বিয়ের আসর। নিরাপত্তার ঘেরাটোপ ও ব্যাপক গোপনীয়তার মধ্যে তাঁরা বিয়ে সারেন। বিয়ে কিংবা সম্পর্ক নিয়ে আগে মুখ খোলেননি কেউ। বিয়ে মিটতেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে নেন।
আরও পড়ুন - Rimi Sen Update: কোটি টাকার প্রতারণার শিকার রিমি সেন
ভিকি কৌশলকে খুব শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে। তাঁর হাতে রয়েছে লক্ষণ উতেকরের নাম ঠিক না হওয়া একটি ছবি। তাঁদের দেখা যাবে 'শ্যাম বাহাদুর' ও আরও বেশ কিছু ছবিতে। অন্যদিকে ক্যাটরিনা কাইফকে দেখা যাবে 'টাইগার থ্রি', 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা' প্রভৃতি ছবিতে।