মুম্বই: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। আর এই খবরেই উত্তাল বি টাউন। বেশ কিছুদিন ধরেই 'সূর্যবংশী' অভিনেত্রীর সঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছিল 'উরি' অভিনেতা ভিকি কৌশলকে। সম্প্রতি কিছুদিন ধরে শোনা যাচ্ছে খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলতে চলেছেন তাঁরা। পাশাপাশি এও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি রোকা পর্ব সেরে ফেলেছেন তারকা জুটি। যদিও সম্পর্ক থেকে বিয়ের খবর, কোনওটাই এখনও পর্যন্ত নিজের মুখে স্বীকার করেননি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ কেউই। তবুও বলিউডের আনাচে কানাচে কান পাতলেই তাঁদের বিয়ের খবর সরগরম।
শোনা যাচ্ছে, চলতি বছরই বিয়েটা সেরে ফেলবেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের ৭ থেকে ১২-র মধ্যে বসবে তারকা জুটির বিয়ের আসর। রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলেই আয়োজিত হবে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিবাহআসর। শোনা যাচ্ছে, একাধিক ইভেন্ট কোম্পানি একসঙ্গে ভিআইপি বিয়ের আয়োজনের দায়িত্ব নিয়েছে। যদিও ভিকি কিংবা ক্যাটরিনার পক্ষ থেকে কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে এই খবরে শীলমোহর দেওয়া হয়নি।
আরও পড়ুন - ছবির শ্যুটিং শুরু করার আগে আরিয়ানের জন্য কী করে যেতে চান শাহরুখ খান?
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, ইতিমধ্যে বিয়ের সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা। বিয়ের ভেন্যুর পরিস্থিতি দেখাশোনা করার জন্য ইতিমধ্যেই ১০ জনের একটা টিম পৌঁছে গিয়েছে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে। কোথায় মেহেন্দির অনুষ্ঠানের আয়োজন হবে, কোথায়ই বা বর ঘোড়ায় চেপে আসবে, সমস্ত কিছুই রেইকি হয়ে গিয়েছে আগে থেকেই। রাজস্থানের নামী বেশ কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির উপরই ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের হাই ভোল্টেজ বিয়ের আয়োজনের দায়িত্ব পড়েছে।
প্রসঙ্গত, সদ্যই মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফের নতুন ছবি 'সূর্যবংশী'। ইতিমধ্যেই সেই ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে। ফলে পেশার দিক থেকেও খুব ভালো জায়গায় করেছেন ক্যাটরিনা। অন্য়দিকে, কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ভিকি কৌশলের 'সর্দার উধম'। পরিচালক সুজিত সরকারের এই ছবিতে অভিনয় করে দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা আদায় করে নিয়েছেন ভিকি।