মুম্বই: নেহাতই বিয়ে নয়, একেবারে হেভিওয়েট বিয়ে। রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বারওয়ারায় বিয়ের অনুষ্ঠান মিটতেই এবার ভিকি কৌশল (Vicky Kaushal)-ক্যাটরিনা কইফের (Katrina Kaif ) গ্র্যান্ড রিসেপশনের (Reception) জন্য প্রস্তুত হচ্ছে মুম্বই (Mumbai)। ইতিমধ্যেই রিসেপশনের আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। হাইভোল্টেজ এই রিসেপশনে থাকছেন কোন কোন হেভিওয়েট তার একটি তালিকা সম্প্রতি সোশালে ভাইরাল হয়েছে। যা দেখে চমক লাগতেই পারে।
কে নেই সেই তালিকায়। বিয়ের রিসেপশনের সঠিক তারিখ এখনও প্রকাশ করা হয়নি। তবে ভিকি-ক্যাটের এই রিসেপশনে থাকতে পারেন হৃতিক রোশন থেকে কঙ্গনা রানাউতরা। তবে আমন্ত্রণ কার্ডের সঙ্গে একটি গিফট হ্যাম্পারও পাঠানো হয়েছিল সকলকে। তার একটি আভাসও পাওয়া গেছে। সেখানে 'ঘি এর লাড্ডু ছিল বলে জানা গিয়েছে। তবে অনুষ্ঠানে থাকবেন কি না কঙ্গনা তা পরিস্কার করে তিনি জানাননি।
বিয়ে যদিও হয়েছে একেবারে ঘনিষ্ট মহলদের নিয়ে। পরিবার ও খুব কাছের বন্ধুরাই সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। সেলিব্রিটিদের মধ্যে, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, কবির খান এবং তার স্ত্রী ছিলেন। ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের বিয়ের রিসেপশনে কাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই প্রশ্নের উত্তর জানতে উদ্গ্রীব সকলেই।
আরও পড়ুন, স্বপ্নময়! বিয়ের ফটোশ্যুটের ছবি পোস্ট করলেন নবদম্পতি ভিকি-ক্যাটরিনা
বলিউড লাইফের একটি প্রতিবেদন অনুসারে, ক্যাটরিনা কইফ তাঁর অত্যন্ত কাছের বন্ধু সিদ্ধার্থ মলহোত্রকে আমন্ত্রণ জানিয়েছেন। যদিও তালিকায় নেই কিয়ারা আদবানি। অনুষ্কা শর্মা, ক্যাটরিনার প্রাক্তন প্রেমিকের গার্লফ্রেন্ড আলিয়া ভট্ট থাকছে আমন্ত্রিতদের তালিকায়। এছাড়াও হৃতিক রোশন, কঙ্গনা রানাউত, অজয় দেবগন, ইশান খট্টর, করণ জোহর। রোহিত শেঠিদেরও নিমন্ত্রণ করা হয়েছে বলে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট থেকে জানা গিয়েছে।
অন্যদিকে, ভিকি কৌশল তার ভালো বন্ধু অভিষেক বচ্চন, তাপসী পান্নু, মেঘনা গুলজারকেও আমন্ত্রণ পাঠিয়েছেন। ৯ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন ভিকি-ক্যাট। বিয়ে মিটতেই পরের দিনই বিশেষ বিমানে চেপে অন্যত্র পাড়ি দিতে দেখা গিয়েছিল দুই তারকাকে। জানা যায়, তাঁরা মলদ্বীপে (Maldives) মধুচন্দ্রিমায় গিয়েছেন। সম্প্রতি বিশেষ সূত্রে জানা গিয়েছে, হনিমুন সেরে আজ মুম্বই ফিরবেন ভিকি-ক্যাটরিনা।