নয়াদিল্লি: তারকা তো কী? তাঁদের জন্য কেন ভোগান্তি হবে সাধারণ মানুষের? মিলল না রেহাই। বোর্ডিং-এ দেরি করায় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রকে না নিয়েই ছাড়া হল এয়ার ইন্ডিয়ার বিমান। কর্তৃপক্ষ সূত্রে খবর, গতকাল রাতে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার এআই-৩১৭ নম্বর বিমানে মুম্বই যাওয়ার কথা ছিল ক্যাটরিনা-সিদ্ধার্থর। সিকিউরিটি চেকিং-এর পর ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনুরাগীবেষ্টিত অবস্থায় দেখা যায় তাঁদের। আগামী ছবি ‘বার বার দেখো’-র প্রচার করছিলেন তাঁরা। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান ছাড়ার সময় ছিল ৯.৪০। বারবার বলা সত্ত্বেও তাঁরা দেরি করছিলেন। অযথা দেরি হওয়ায় অভিযোগ জানাতে থাকেন বিমানযাত্রীরাও। শেষমেশ ১০.৪৫ নাগাদ তাঁদের ছাড়াই উড়ে যায় মুম্বইগামী বিমান। যদিও সরাসরি নামিয়ে দেওয়ার কথা মানতে নারাজ কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, বোর্ডিং পাস দেওয়ার পরও বিমানে ওঠেননি তাঁরা।